পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Kabul Blast : জোড়া বিস্ফোরণে কাঁপল কাবুল, মৃত 19 - কাবুলে বিস্ফোরণ

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত 19 জন, আহত 43 ৷

Kabul Blast
জোড়া বিস্ফোরণে কাঁপল কাবুল, মৃত 19

By

Published : Nov 2, 2021, 9:12 PM IST

কাবুল, 2 নভেম্বর : জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ৷ সংবাদসংস্থা সূত্রে খবর, আফগানিস্তানের রাজধানীতে সেনা হাসপাতালের মঙ্গলবার পরপর দুটি বিস্ফোরণ হয় ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত 19 জন, আহত 43 ৷

আরও পড়ুন : China Land Border Law : চিনের নতুন সীমান্ত আইনে উদ্বেগ প্রকাশ ভারতের

সে দেশের টোলো নিউজকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, "আজ কাবুল শহরের পুলিশ ডিস্ট্রিক্ট 10-এ দুটি বিস্ফোরণ ঘটেছে । প্রথম বিস্ফোরণটি হয় সরদার মহম্মদ দাউদ খান হাসপাতালের সামনে । দ্বিতীয় বিস্ফোরণটিও হাসপাতালের কাছাকাছি আরও একটি এলাকায় ঘটেছে । ওই এলাকা থেকে গুলির শব্দও শোনা গিয়েছে ৷"

আরও পড়ুন:NSA Meet : আফগানিস্তান নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, আয়োজক ভারত

তালিবান সরকারের মুখপাত্র বিলাল করিমি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাবুলের হাসপাতালের সামনে বিস্ফোরণ ঘটেছে ৷ এলাকায় নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷

প্রসঙ্গত, কয়েকমাস আগেও তালিবান মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদের মায়ের অন্ত্যেষ্ঠিতেও বিস্ফোরণ হয়েছিল একটি মসজিদে ৷ ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 5 জন ৷

ABOUT THE AUTHOR

...view details