পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Taliban Captures Kabul : তালিবানের দখলে কাবুল, দেশ ছেড়ে পালালেন আফগান প্রেসিডেন্ট

গজনি, হেরাট, কান্দাহারের পর কাবুল-ও তালিবানের দখলে চলে গেল ৷ ইতিমধ্যেই তাদের অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ৷ তার প্রধানও ঠিক করা হয়েছে, আলি আহমেদ জালালি ৷ দেশ ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ৷

তালিবানদের দখলে কাবুল
তালিবানদের দখলে কাবুল

By

Published : Aug 15, 2021, 10:51 PM IST

কাবুল, 15 অগস্ট : দেখতে দেখতে তালিবানের দখলে চলেই গেল আস্ত একটা দেশ ৷ রাষ্ট্রের রাজধানীও চলে গেল তাদের দখলে ৷ গজনি, হেরাট, কান্দাহারের পর কাবুল-ও দখল করল তালিবানরা ৷ রাষ্ট্রপতি প্রাসাদও ইতিমধ্যেই তাদের দখলে গিয়েছে ৷ ইতিমধ্যেই তাদের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ তার প্রধান হতে চলেছেন আলি আহমেদ জালালি (Ali Ahmad Jalali) ৷ কাবুলের দিকে তালিবানরা এদিন এগোতে থাকায় ইতিমধ্যেই দেশত্যাগ করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি (Ashraf Ghani) ৷

আফগানিস্তানের মিডিয়া টোলো নিউজ়ের (TOLO News) রিপোর্ট অনুযায়ী, তালিবানরা কাবুলের দিকে এগোতে শুরু করতেই আশরাফ গনি রবিবার দেশ ছেড়ে পালিয়ে যান ৷ রবিবার দেশত্যাগ করার সময় সময় তাঁর সহযোগীরা তাঁর সঙ্গে ছিলেন ৷

রবিবার সারাদিন ধরেই আতঙ্কের মধ্যে কাটিয়েছেন বেশিরভাগ আফগান ৷ আতঙ্কের মধ্যে অনেকেই কাবুল বিমানবন্দরে ছুটে এসেছেন ৷ দেশ ছেড়ে পালানোর এটাই শেষ পথ তাঁদের কাছে ৷ দেশের বাইরে যাওয়ার আর সমস্ত রাস্তা আপাতত তালিবানের দখলে ৷ তাবিলান যোদ্ধারা আপাতত দেশের প্রতিটি সীমান্ত দখল করে রেখেছে ৷ এদিন তারা জালালাবাদ দখল করার পরই দূতাবাসের কাছে হেলিকপ্টার শাটল ফ্লাইট শুরু হয় ৷

কাবুল থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন এমন এক মহিলা দিল্লি এয়ারপোর্টে নেমে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিলেন ৷ বললেন, "আমি বিশ্বাস করতে পারছি না যে গোটা বিশ্ব আফগানিস্তানকে এভাবে ত্যাগ করল ৷ আমাদের বন্ধু-পরিজনরা খুন হতে চলেছেন সেখানে ৷ তারা (তালিবান) আমাদের হত্যা করবে এবার ৷ আমাদের মহিলাদের আর কোনও অধিকার থাকবে না ৷"

ইতিমধ্যেই আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালিবানরা ৷ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পর তালিবান সরকারের অন্তর্বর্তী প্রধান হবেন আলি আহমেদ জালালি ৷

আরও পড়ুন : Afghanistan : তালিবানকে ক্ষমতা হস্তান্তর আফগান সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন জালালি

এই পরিস্থিতিতে আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ সে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক ৷ সেই মতোই এদিন এয়ার ইন্ডিয়ার বিমানে কাবুল থেকে 129 জন ভারতীয় দিল্লি ফিরেছেন ৷ এরই সঙ্গে আফগানিস্তানের ভারতীয় দূতাবাস থেকে কূটনীতিকদেরও দেশে ফেরানোর কথা ভাবা হচ্ছে ৷ তবে এখনই পাকা সিদ্ধান্ত কিছু নেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Afghanistan : কাবুল থেকে 129 ভারতীয়কে নিয়ে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ABOUT THE AUTHOR

...view details