পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

গণনায় ভুল ! চিনে মৃতের সংখ্যা বাড়ল 50 শতাংশ - French President Emmanuel Macron

চিনে কোরোনায় কতজন মারা গিয়েছিল, তা নিয়ে নতুন তথ্য দিল চিন সরকার ৷ শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট করে ভুল স্বীকার করা হল ।

China admits mistake in death tally
গণনায় ভুল স্বীকার

By

Published : Apr 17, 2020, 6:57 PM IST

ইউহান, 17 এপ্রিল: হিসাবে ভুল! চিনের ইউহান প্রদেশে মৃতের সংখ্যা বাড়ল 50 শতাংশ ৷ ইউহান এপিডেমিক কন্ট্রোলের সদর দপ্তর থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হল, গণনায় ভুল হয়েছিল ৷ সরকারের প্রকাশিত মৃতের তালিকায় যোগ হল আরও 1 হাজার 290 জন । এর জেরে ইউহান প্রদেশে মোট মৃতের সংখ্যা পৌঁছাল 3 হাজার 869-এ ৷

অ্যামেরিকার তরফে আগেই চিনের প্রকাশিত তথ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল ৷ লুকিয়ে দেহ পোড়ানোর অভিযোগও সামনে এসেছিল ৷ গত ডিসেম্বরে চিনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাসে ঠিক কতজন মারা গিয়েছে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল বহুদিন ধরেই ৷

ইউহানে মৃতের সংখ্যা বাড়ায় চিনে মৃতের সংখ্যাও 39 শতাংশ বেড়ে 4 হাজার 632 এ পৌঁছাল ৷ সরকার নিয়ন্ত্রিত একটি সংবাদপত্রের সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘‘তথ্যের সংশোধন করা হয়েছে ৷’ ’তবে তথ্যের বদল নিয়ে চিনের তরফে দেওয়া হয়েছে কয়েকটি যুক্তি ৷ একদিকে যেমন বলা হয়েছে যে প্রথমদিকে রোগীর চাপে সঠিকভাবে হিসাব রাখা সম্ভব হয়নি আবার অন্যদিকে বলা হচ্ছে যে, বহু কোরোনা আক্রান্ত রোগী যেহেতু চিকিৎসার অভাবে বাড়িতেই মারা গিয়েছেন, তাই সেই সময় সঠিক পরিসংখ্যান দেওয়া সম্ভব হয়নি ৷

তবে এই প্রথমবার তথ্যের হেরফের হল না, এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে স্বাস্থ্য দপ্তরের তরফে আক্রান্তের তালিকায় আরও 15 হাজার রোগী যোগ করা হয় ৷ চিনে কোরোনা সংক্রমণ নির্ণয়ে শুরু করা হয়েছিল "লাং ইমেজিং" । পরে জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফে মৃতের তালিকা থেকে বাদ দেওয়া হয় 108 জনকে ৷ কারণ হিসেবে বলা হয়, হুবেই প্রদেশে কয়েকটি মৃত্যুকে দু'বার করে হিসাব করা হয়েছিল ৷

চিনের কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার হেরফের নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘‘স্পষ্ট বোঝা যাচ্ছে যে এমন বহু তথ্য আছে, যা আমরা জানি না ৷’’

ABOUT THE AUTHOR

...view details