পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

445 জন অবৈধ অনুপ্রবেশকারী আটক বাংলাদেশে, তথ্য দিল BGB - BGB প্রধান সফিনুল্লা ইসলাম

গত দু'মাসে ভারতে অন্যায়ভাবে প্রবেশ করা প্রায় 445 জন বাংলাদেশিকে চিহ্নিত করে তাদের আটক করা হয়েছে । বাংলাদেশের BGB প্রধান সাংবাদিক বৈঠকে এই তথ্য প্রকাশ করেছেন। BGB প্রধান বলেন, NRC ভারতের অভ্যন্তরীণ বিষয় ।

445 trespassers trying to return to Bangladesh
BGB প্রধান সফিনুল্লা ইসলাম

By

Published : Jan 3, 2020, 12:46 PM IST

ঢাকা, 3 জানুয়ারি : গত দু'মাসে ভারতে প্রবেশ করা প্রায় 445 জন বাংলাদেশিকে চিহ্নিত করে আটক করা হয়েছে । বৃহস্পতিবারবাংলাদেশের আধাসামরিক বাহিনী (BGB) প্রধান শাফিনুল ইসলামজানান, 2019 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ধরা পড়েছেন ৪৪৫ জন। কার্যত NRC-CAA ইশুতে ভারত থেকে বাংলাদেশে ফেরার তাড়া শুরু হয়েছে, তা একপ্রকার স্বীকারই করে নিল বাংলাদেশ ৷

তিনি বলেন, "অনৈতিক ভাবে ভারত থেকে সীমান্ত পারের জন্য 2019 সালে প্রায় 1হাজার জন মানুষকে আটক করা হয় । এঁদের মধ্যে গত দু'মাসেই প্রায় ৪৪৫ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে । " যদিও তিনি দাবি করেছেন, NRC বা CAA-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷ কিন্তুতাঁর দেওয়া সংশোধিত তথ্য ইঙ্গিত দিল উল্টোটাই ৷

স্থানীয় প্রতিনিধিদের দিয়ে তাঁদের পরিচয়পত্র পরীক্ষার পর BGB বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতে অন্য়ায়ভাবে প্রবেশের জন্য মোট ২৫৩টি মামলা রুজু করা হয়েছে ৷ এ কথা উল্লেখ করে BGB-র অধিকর্তা BSF-এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ৷

গত সপ্তাহে, ইসলাম ভারত সফর করেছিলেন । ভারতে এসে তিনি বলেন যে NRC ভারতের অভ্যন্তরীণ বিষয় । এই বিষয়ে তাঁরা কোনও মন্তব্য় করবেনা । তিনি বলেন, BGB তার নীতি অনুসারে অবৈধভাবে সীমান্ত পারাপার রুখতে কাজ চালিয়ে যাবে ।

ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীর (BSF) সাথে ডিজি-পর্যায়ের সীমান্ত আলোচনা করতে ইসলামের নেতৃত্বে BGB-র প্রতিনিধি দল ভারত সফর করে । 26 থেকে-29 ডিসেম্বর বেশ কিছু বিষয়ে বৈঠকও হয় । আলোচনায় ঠিক হয়, 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর চোরাচালান এবং অপরাধমূলক ঘটনা প্রতিরোধে তারা কাজ করবে । এই প্রসঙ্গে BGB প্রধান শাফিনুল্লা ইসলাম বলেন, "NRC ইশু নিয়ে সম্মেলনে কোনও আলোচনা হয়নি।"

ABOUT THE AUTHOR

...view details