পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারী বৃষ্টিতে নেপালে মৃত 35, উদ্ধারকাজে নামল সেনা - Kill

ভারী বৃষ্টি ও বজ্রপাতে নেপালে মৃত 35। উদ্ধারে নামানো হয়েছে সেনা, হেলিকপ্টার।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 1, 2019, 8:57 AM IST

Updated : Apr 1, 2019, 12:58 PM IST

কাঠমাণ্ডু, 1 এপ্রিল : ভারীবৃষ্টিতে নেপালে মৃত্যু হল কমপক্ষে 35জনের। প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন প্রায় 400 জন। দক্ষিণ নেপালের বহু এলাকা জলমগ্ন। উদ্ধারকাজে নেমেছে সেনা।

গতকাল রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমাণ্ডু থেকে 128 কিলোমিটার দূরবর্তী বারা ও পারসা জেলা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামগুলি। একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

নেপাল প্রশাসন সূত্রে খবর, উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা। যে কোনও আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় 2 MI হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে।

Last Updated : Apr 1, 2019, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details