বেজিং, 3 ফেব্রুয়ারি : কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 361 ৷ হুবেই প্রদেশে নতুন করে 54 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে ৷ আক্রান্ত কমপক্ষে সাড়ে 14 হাজার মানুষ ৷ ইউহান থেকে ইতিমধ্যেই প্রায় 24 টি দেশে ছড়িয়েছে কোরোনার সংক্রমণ ৷ সংক্রমণ রুখতে এবার আরও এক শহর বন্ধ করার সিদ্ধান্ত নিল চিনা প্রশাসন ৷ গতকাল থেকেই ইউহানের মতো পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হল ওয়েনজ়ো শহরকে ৷
কোরোনা মোকাবিলায় চিনা প্রশাসন 9 দিনের মধ্যে 1000 বেড বিশিষ্ট হাসপাতাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ৷ হাসপাতালে থাকবে 30 টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট ৷
এদিকে কোরোনায় মৃত্যুমিছিল এখন চিন ছাড়িয়ে ঢুকে পড়েছে ফিলিপিনসেও ৷ কোরোনার সংক্রমণে চিনের বাইরে এটিই প্রথম মৃত্যু ৷ যে গতিতে কোরোনার সংক্রমণ ছড়াতে শুরু করেছে, তাতে উদ্বেগ বেড়েছে গোটা বিশ্বের ৷ একাধিক দেশে ইতিমধ্যেই চিনের থেকে আসা মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় চিনা প্রশাসন ৷
কোরোনার উৎস হুবেইয়ের ইউহান শহর থেকে ওয়েনজ়োর দূরত্ব প্রায় 800 কিলোমিটার (500 মাইল) ৷ জ়িজিয়াং প্রদেশের অন্তর্গত ওয়োনজ়োতে কমপক্ষে 90 লাখ মানুষের বাস ৷ ভাইরাসের সংক্রমণ আটকাতে সবরকম ব্যবস্থাই নিচ্ছে চিনা প্রশাসন ৷ ইউহানের মতো এবার ওয়েনজ়োকেও পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হল ৷ শহর থেকে কেউ বেরোতেও পারবে না, কেউ শহরে প্রবেশও করতে পারবে না ৷
সরকারি হিসেব অনুযায়ী, জ়িজিয়াংয়ে সংক্রমণের সংখ্যা 661 ৷ এর মধ্যে 265 জনই ওয়েনজ়োর বাসিন্দা ৷ হুবেই প্রদেশের পর সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জ়িজিয়াং প্রদেশ ৷ সংক্রমণ রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়েনজ়োর 46 টি হাইওয়ে চেকপোস্ট ৷ সিনেমা, মিউজ়িয়াম ও সরকারি পরিবহন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল ৷