কাবুল, 4 সেপ্টেম্বর : পঞ্জশির (Panjshir) দখলে উঠে পড়ে লেগেছে তালিবান (Taliban) ৷ ইতিমধ্যেই তালিবানের তরফে দাবি করা হয়েছে যে তারা পঞ্জশির দখল করে ফেলেছে ৷ এই প্রদেশ দখল করা নিয়ে আঘাত-প্রতিঘাত চলছে গত কয়েকদিন ধরেই ৷ এই পরিস্থিতির মধ্যেই আফগানিস্তানের স্বঘোষিত 'তত্ত্বাবধায়ক' প্রেসিডেন্ট ('caretaker' President) আমরুল্লাহ সালেহ (Amrullah Saleh) জানিয়েছেন, তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে । শুক্রবার টুইট করে তিনি লেখেন, "প্রতিরোধ অব্যাহত রয়েছে ৷ এবং তা থাকবে । এখানে আমি আমার মাটির সঙ্গেই আছি ৷ তার মর্যাদা রক্ষার জন্য তাই থাকব ৷"
এদিন সকালেই জানা গিয়েছে, তালিবান দাবা করছে যে তারা পঞ্জশির দখল করেছে ৷ গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে মিডিয়ায় কিছু মিথ্যা খবর রটানো হচ্ছে ৷ তা স্পষ্ট করতেই সালেহ নিজেই টুইট করেছেন ৷ জানান, তিনি সুস্থ রয়েছেন এবং জন্মভূমির রক্ষায় নিয়োজিত রেখেছেন নিজেকে ৷ দৃঢ় প্রতিজ্ঞ আমরুল্লাহ জানিয়েছেন, তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ যেমন রাখা হয়েছে, তেমনটাই থাকবে ৷ এই কথা জানিয়ে আন্তর্জাতিক সংবাদসংস্থা বিবিসিকে (BBC) তিনি ভিডিয়ো বার্তাও পাঠিয়েছেন ৷
এর মধ্যেই তালিবানের তরফে দাবি করা হয়েছে, পঞ্জশিরের খানিকটা তাঁরা দখল করেছে ৷ 11টি ফাঁড়ির সঙ্গে শুতুল জেলার কেন্দ্র দখল করেছে তারা ৷ প্রতিরোধকারীরা ভীষণ ভাবে পর্যুদস্তও হয়েছে ৷ পাল্টা প্রতিরোধবাহিনীর তরফে তালিবানের শুতুল প্রদেশ দখলের এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে ৷ বরং জানানো হয়েছে, প্রত্যাঘাতে বহু তালিবানের মৃত্যু হয়েছে ৷ তাদের অন্ততপক্ষে 350 জন নিহত এবং 290 জন জখম হয়েছে ৷ এটি শুতুল জেলা অবরোধের বিরুদ্ধে ইসলামী গোষ্ঠীর দাবিও অস্বীকার করেছিল । বৃহস্পতিবার পঞ্জশিরে ঢোকার মুখে গুলবাহারে তালিবানের সঙ্গে প্রতিরোধবাহিনীর সংঘর্ষ শুরু হয় ৷ শোনা যাচ্ছে, আল-কায়েদার (Al-Qaeda) সঙ্গে হাত মিলিয়ে পঞ্জশির প্রদেশে হামলা চালায় তালিবান ।