নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর : গত বছর ডিসেম্বর মাসে খবর রটেছিল, আল কায়দার নেতা আয়মান আল-জাওয়াহিরি মারা গিয়েছে ৷ কিন্তু, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের 20 বছর পূর্ণ হওয়ার দিনে সেই খবর গুজব বলে জানাল মার্কিন গোয়েন্দা সংস্থা সাইট (SITE) ৷ 9/11-র হামলার বর্ষপূর্তির দিনে আল কায়দার তরফে প্রকাশ করা এক ভিডিয়োতে তাকে দেখা গিয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ৷ এরা মূলত বিশ্বের বিভিন্ন জেহাদি সংগঠনের অনলাইন কার্যকলাপের উপর নজরদারি রাখে ৷ সেই নজরদারিতেই আল কায়দার একটি জেহাদি ভিডিয়োতে বার্তা দিতে দেখা গিয়েছে আল-জাওয়াহিরিকে ৷ যার পরেই আল কায়দার এই নেতার মৃত্যুর খবরকে গুজব বলে ঘোষণা করা হয়েছে ৷
সাইটের তরফে জানানো হয়েছে, জাওয়াহিরি একাধিক বিষয়ে ওই ভিডিয়োতে কথা বলেছেন ৷ সেই ভিডিয়ো সম্পর্কে জানিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সাইটের ডিরেক্টর রিটা কাটজ় জানিয়েছেন, আল-কায়দা নেতা আয়মান আল-জাওয়াহিরি’র মৃত্যু একটা গুজব ছিল ৷ একটি 60 মিনিটের ভিডিয়োতে তাকে দেখা গিয়েছে ৷ সে যে মৃত নয়, তার প্রমাণ হিসেবে এবার তথ্য রয়েছে ৷ অন্তত গত ডিসেম্বরে তার মৃত্যুর গুজবের পর এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য ৷’’
আরও পড়ুন : 9/11 Anniversary : 9/11-র পর বিশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপার পাওয়ার তকমা হারানোর মুখে
ওই ভিডিয়োতে জাওয়াহিরিকে রাশিয়ান সেনার একটি ঘাঁটিতে আল কায়দার অভিযান নিয়ে বলতে শোনা গেছে ৷ যেখানে আল কায়দার জোট সঙ্গী সিরিয়ার হুরাস আল-দিন রাশিয়ান সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল ৷ ওই ভিডিয়োতে বলা হয়েছে, এ বছর 1 জানুয়ারি ওই হামলা করা হয়েছে ৷ ওই ভিডিয়োতে জাওয়াহিরির পরিচয় করানোর সময় বলা হয়, ‘‘আল্লাহ তাঁকে রক্ষা করুন’’ ৷ যে ভিডিয়োতে তালিবান সমর্থিত মিডিয়ার বেশ কিছু ফুটেজ পাওয়া গেছে ৷ যেখানে তালিবানি জঙ্গিদের দেখা গিয়েছে ৷