কাবুল, 3 সেপ্টেম্বর:কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে (Afghanistan) নতুন সরকার (New Government) গঠন করতে পারে তালিবান (Taliban)৷ অবিলম্বেখাদ্যসঙ্কট মেটাতে হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্রসংঘ ৷ পাশাপাশি যুদ্ধদীর্ণ দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের কাছে তারা আর্জিও জানিয়েছে ৷ এই অবস্থায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া তালিবান আর ফেলে রাখতে চাইবে না বলে মনে করা হচ্ছে ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকালের প্রার্থনার পরই মন্ত্রিসভার ঘোষণা করা হবে ৷ এই উপলক্ষে রাজধানী শহর কাবুলে (Kabul) রাষ্ট্রপতির ভবনে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে খবর ৷
তালিবান সংস্কৃতি কমিশনের আনামুল্লাহ সামানগানি (Anamullah Samangani) বৃহস্পতিবার জানিয়েছেন, নতুন সরকারের নেতা হবেন মুল্লাহ হেবাতুল্লাহ আখুন্দজাদা (Mullah Hebatullah Akhundzada) ৷ সামানগানির কথায়, "নতুন সরকার নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ মন্ত্রিসভা নিয়ে যাবতীয় আলোচনাও প্রায় শেষ ৷ আমরা যে ইসলামিক সরকারের ঘোষণা করতে চলেছি তা জনতার জন্য তৈরি একটি মডেল হবে ৷ সরকারে বিশ্বাসযোগ্য কম্যান্ডার (আখুন্দজাদা) থাকবেন তাতে কোনও সন্দেহ নেই ৷ তিনিই সরকারের নেতা হবেন ৷"
আরও পড়ুন:Joe Biden on Afghanistan : আফগানিস্তানের মানুষের মৌলিক অধিকারের পাশে থাকবে আমেরিকা, আশ্বাস বাইডেনের