পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghanistan : আফগানিস্তান নিয়ে চরমপন্থী সংগঠনগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে, মত বিশেষজ্ঞের - Afghanistan : আফগানিস্তান নিয়ে চরমপন্থী সংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে, মত বিশেষজ্ঞের

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে চরমপন্থী সংগঠনগুলি একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতায় লিপ্ত হতে পারে ৷ এই পরিস্থিতিতে তালিবান এবং ইসলামিক স্টেটের কোরাসান প্রদেশের শাখা বা এই ধরনের চরমপন্থী সংগঠনগুলির মধ্যে লড়াই বাঁধতে পারে বলে মত ভারতের প্রাক্তন আফগানিস্তানের রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের সিনিয়র করেসপনডেন্ট চন্দ্রকলা চৌধুরী ৷

আফগানিস্তান নিয়ে চরমপন্থী সংগঠনগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে, মত বিশেষজ্ঞের
আফগানিস্তান নিয়ে চরমপন্থী সংগঠনগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে, মত বিশেষজ্ঞের

By

Published : Sep 7, 2021, 3:41 PM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর : তালিবান ইতিমধ্যেই আফগানিস্তানে তাদের একমাত্র অজেয় প্রদেশ পঞ্জশির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে ৷ পঞ্জশির প্রদেশ নিয়ে তালিবান এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে চলা সংঘর্ষের মধ্যে ফের অন্যান্য চরমপন্থী সংগঠনগুলি তাদের ক্ষমতা প্রর্দশনের প্রতিযোগিতায় লিপ্ত হবে বলে মত বিশেষজ্ঞদের একাংশের ৷ কাবুলের উত্তরের এই প্রদেশটি নিয়ে তালিবান শেষ অবধি আক্রমণ চালিয়ে যাবে বলে ধারণা তাঁদের ৷ তাই এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তাঁরা মনে করছেন ৷

তালিবান এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে চলতে থাকা এই লড়াইয়ের কারণে আফগানিস্তানে নতুন সরকার গঠনে বিলম্ব কাবুলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে ৷ এখন প্রশ্ন উঠছে, আফগানিস্তান এরপর কোন পরিস্থিতির মুখোমুখি হবে ? বহির্বিশ্ব কি আনুষ্ঠানিকভাবে তালিবানী সরকারকে মেনে নেবে ? আফগানিস্তানে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় ইটিভি ভারতকে জানান, পঞ্জশিরে প্রতিরোধ বাহিনী লড়াই চালিয়ে যাবে । বলেন, "পঞ্জশিরে যে প্রতিরোধ তৈরি করা হয়েছে তা শুধু পঞ্জশিরেরই নয়, তার চেয়ে অনেক বেশি প্রতিনিধিত্ব করছে । এটি একটি জাতীয় প্রতিরোধের প্রতিনিধিত্ব করছে । তা পঞ্জশিরে হোক বা ওই প্রদেশের বাইরে, প্রতিরোধ অব্যাহত থাকবে । এটা আরও বড় রূপ নিতে পারে । শুধু তাই নয়, আগামীতে আফগানিস্তান ভাগও হতে পারে ৷"

প্রাক্তন রাষ্ট্রদূত জোরের সঙ্গে দাবি করেন, "এতে কোনও সন্দেহ নেই যে পাকিস্তান তালিবানকে পঞ্জশিরে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে ৷ কারণ নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে যে, পাকিস্তান ড্রোন, হেলিকপ্টার, কমান্ডো ইউনিটের পাশাপাশি স্যাটেলাইট চিত্র এবং অস্ত্রশস্ত্র দিয়ে তালিবানকে সাহায্য করছে ৷ পাকিস্তান শুধু পঞ্জশির নয়, গোটা আফগানিস্তানেই আক্রমণ ও দখলের পিছনে রয়েছে ।"

সোমবার একটি অডিও বার্তায় জাতীয় বাহিনীর কমান্ডার আহমদ মাসুদ বলেছেন, আফগানিস্তানের মানুষকে জাতীয় অভ্যুত্থানে ডাক দিয়েছেন ৷ দেশের বাইরে যাঁরা রয়েছেন তাঁদের উদ্দেশ্যেও তিনি একই বার্তা দিয়েছেন ৷ টুইটে মাসুদ লেখেন, "তালিবানকে পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই নেতৃত্ব দিচ্ছে । তালিবানরা আমাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো শক্তিশালী নয় ৷ পাকিস্তানি সেনাবাহিনী তাদের সহযোগিতা করছে ।"

এই পরিস্থিতিতে তালিবান-পাকিস্তান-চিন যোগ ভারতের জন্য বিশেষ ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ এর প্রতিক্রিয়ায় গৌতম জানান, ভারতের জন্য এটা চিন্তার বিষয় শুধু পাকিস্তান-তালিবান-চিন যোগের কারণে নয় ৷ চিন্তার কারণ, তালিবানের সঙ্গে আল কায়দা (Al Qaeda), আইসিসের (ISIS) মতো আরও ডজন খানেক চরমপন্থী মৌলবাদী ও সন্ত্রাসী সংগঠন রয়েছে, যাদের মধ্যে কিছু মধ্য এশিয়ান বিরোধী, ইরান বিরোধী, ভারত বিরোধী, শিয়া বিরোধী, সংখ্যালঘু বিরোধী ৷ অতএব, প্রথম উদ্বেগ হল, বড় আকারের আঞ্চলিক এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রত্যাবর্তন । দ্বিতীয় উদ্বেগ হল, এখন পাকিস্তানের রাজনৈতিক প্রভাব এবং নিয়ন্ত্রণ চিনের কৌশল এবং সম্ভাব্য অর্থনৈতিক পেশীশক্তির দ্বারা প্রভাবিত হবে ৷ চিন সেখানে তার কৌশলগত প্রচার এবং অর্থনৈতিক স্বার্থের জন্য স্থিতিশীলতা চায় ৷ এক্ষেত্রে চিনকেও খুব সতর্ক থাকতে হবে কারণ যদি তারা যদি চরমপন্থী সংগঠনগুলোর মধ্যে গিয়ে দাঁড়াতে চায়, তাহলে তাঁদের অতীতে সোভিয়েত এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতির কথা মাথায় রাখতে হবে ৷

এই পরিস্থিতিতে তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান এবং পাকিস্তানের জন্য জম্মু ও কাশ্মীরের নিরাপত্তাজনিত সমস্যা দিয়েছে ৷ একই সঙ্গে 2001 সালে থেকে এখনও পর্যন্ত আফগানিস্তানে বাঁধ, রাস্তা, বিদ্যুৎ পরিষেবা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ব্যয় করা প্রায় 3 বিলিয়ন ডলারও ক্ষতির মুখে এসে দাঁড়িয়েছে ৷ এখন তালিবানের তরফে ভারতের দিকে যোগাযোগের একটি সূত্র তৈরি করা হয়েছে ৷ এনিয়ে কাতারে ভারতীয় দূত দীপক মিত্তলের সঙ্গে তালিবানের রাজনৈতিক প্রধান স্ট্যানেকজ়াইয়ের বৈঠকও হয়েছে ৷ সেই বৈঠকেই মিত্তল স্পষ্ট করেছেন যে, আফগানিস্তানকে ভারতী বিরোধী কাজে ব্যবহার করা যাবে না ৷ সেই দাবি তালিবানের পক্ষে সায়ও দেওয়া হয়েছে ৷ এখন দেখার তারা তাদের কথা রাখে কিনা ৷

রাজনৈতিক এই অস্থির সময়ে আফগানিস্তানে পরবর্তী কী হবে ? প্রাক্তন রাষ্ট্রদূত বলেন, " পরিস্থিতি বেশ ভয়াবহ ৷ তবে তালিবান সরকার গঠন করলে কিছুটা স্থিতিশীলতা আসবে ৷"

পাশাপাশি তিনি জানান, প্রতিরোধ বাহিনী তাদের লড়াই চালিয়ে যাবে ৷ আফগানিস্তানে সরকারের পতন এত চটজলদি হয়েছে যে তা আফগানদের মধ্যে একটা শক তৈরি করেছে ৷ তারা যখনই বিষয়টি বুঝতে পেরেছে তখন থেকেই তা প্রতিরোধ করার চেষ্টা শুরু করেছে ৷ বিভিন্ন জায়গায় নতুন নেতা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আফগানিস্তানের বাইরেও তালিবান বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি ফের সংঘবদ্ধ হতে পারে ৷ পাশাপাশি উজবেক, হাজারা, ছোট সংখ্যালঘু এবং তালিবানের মতো বৃহৎ সংখ্যালঘুদের মধ্যে জাতিগত বিভাজন তৈরি হতে পারে ৷

গৌতম মুখোপাধ্যায় বলেন, "আফগানিস্তান আন্তর্জাতিক সন্ত্রাস এবং বিশেষ করে আঞ্চলিক সন্ত্রাসবাদের একটি কেন্দ্র হয়ে উঠতে পারে । এটি চরমপন্থী সংগঠনগুলোর মধ্যে আস্ফালন প্রদর্শনের মঞ্চ হয়ে উঠতে পারে ৷ ঠিক যেমনটি আমরা তালিবান এবং আইসিসের ক্ষেত্রে দেখেছি । সেক্ষেত্রে আফগানিস্তানে ইরাক, সিরিয়া এবং লিবিয়ার পরিস্থিতি তৈরি হতে পারে ৷ অতএব, তালিবান প্রথম কিছুদিনের মধ্যেই কী পদক্ষেপ করে তার উপর নির্ভর করবে আগামী পরিস্থিতি ৷"

আরও পড়ুন : Afghanistan: আলোচনায় রাজি মাসুদ, পঞ্জশিরের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

ABOUT THE AUTHOR

...view details