কাবুল, 20 অগস্ট : মহিলা সাংবাদিকদের সংবাদ মাধ্যমে কাজ করার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ ৷ রেডিও টেলিভিশন আফগানিস্তানের এক মহিলা সাংবাদিক তথা সঞ্চালক শবনম খান দওরানকে তাঁর অফিসে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ তালিবান জঙ্গিরা তাঁকে অফিসের গেটে আটকে দেয় ৷ তিনি আরও বলেছেন, তালিবানের তরফে বলা হয়েছে, শরিয়তি আইন মেনে মহিলাদের সংবাদ মাধ্যমে কাজ করতে দেওয়া হবে ৷ কিন্তু, বাস্তব ছবিটা সম্পূর্ণ অন্য বলে অভিযোগ করেছেন তিনি ৷
আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজের তরফে শবনম খান দওরানের বক্তব্যকে উল্লেখ করে বলা হয়েছে, ‘‘আমি কাজে ফিরতে চাই ৷ কিন্তু, দূর্ভাগ্যবশত তারা আমাকে কাজ করতে দিচ্ছে না ৷ তারা বলছে শাসনের পরিবর্তন হয়েছে এবং আপনি কাজ করতে পারবেন না ৷’’ আরেক সাংবাদিক খাদিজা অভিযোগ করেছেন, তাঁর কাজের উপরেও তালিবানরা নিষেধাজ্ঞা আরোপ করেছে ৷ তিনি বলেন, ‘‘আমি অফিসে গিয়েছিলাম ৷ কিন্তু, সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি ৷ পরে আমার অন্যান্য সহকর্মীদের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় ৷ আমরা আমাদের নতুন ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, যাঁকে তালিবানের তরফে নিয়োগ করা হয়েছে ৷’’
আরও পড়ুন : Afghanistan : আফগানরা যেন দেশ না ছাড়েন, ইমাম এবং ধর্মপ্রচারকদের সক্রিয় হতে নির্দেশ তালিবানের