কাবুল (আফগানিস্তান), 28 ডিসেম্বর:আকাশপথে হামলা চালিয়ে 11 জন আল কায়দা ও 2 জন তালিবান জঙ্গিকে খতম করল আফগানিস্তানের বায়ু সেনা। রবিবার আফগান প্রতিরক্ষামন্ত্রকের তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে । হেলমন্ড প্রদেশের নওয়া জেলার ঘটনা । এই ঘটনায় দুই জঙ্গি আহতও হয়েছে ।
মৃতদের মধ্যে আল কায়দার একজন শীর্ষনেতাও ছিল বলে জানা গিয়েছে। তারা তালিবান জঙ্গিদের বিস্ফোরক তৈরি করা শেখাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে। গত সপ্তাহেও হেলমন্ড ও কান্দাহারে একই ধরনের অভিযান চালিয়েছিল আফগান বায়ুসেনা। সেই হামলায় বহু জঙ্গি মারা গিয়েছিল। ওই ঘটনা সেখানকার হেলমন্ড ও কান্দাহার প্রদেশে ঘটানো হয়েছিল।