পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পেশোয়ারে খুন শিখ যুবক - পাকিস্তনে খুন এক শিখ যুবক

মৃতের নাম রবিন্দর সিং (25) । পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে ওই যুবককে ।

pakistan
pakistan

By

Published : Jan 5, 2020, 4:46 PM IST

Updated : Jan 5, 2020, 6:02 PM IST

পেশোয়ার , 5 জানুয়ারি : পাকিস্তানের চমকানিতে আজ এক শিখ যুবকের মৃতদেহ উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে । রবিন্দর সিং (25) নামে ওই যুবকের বাড়ি খাইবার পাখতুনওয়া প্রদেশের শাংলা জেলায় ।

পেশোয়ারে বিয়ের বাজারের জন্য এসেছিলেন রবিন্দর । পুলিশের প্রাথমিক অনুমান, সেখানেই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা । খুন করা হয় তাঁকে ।

মৃতের পরিবারের কাছে একটি ফোন যায় । অজ্ঞাত এক আততায়ীর থেকে তাঁদের কাছে ফোন এসেছিল । রবিন্দরের পরিবারকে জানানো হয়, তাঁর মৃত্যু হয়েছে । পরিবারের ধারণা, ব্যক্তিগত শত্রুতার কারণেই রবিন্দরের উপর হামলা করেছে দুষ্কৃতীরা ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কারণে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ ।

উদ্ধার হয় যুবকের মৃতদেহ, ভিডিয়োয় দেখুন...

শিখ যুবককে খুনের তীব্র নিন্দা করে ভারত । এক বিবৃতিতে বিদেশমন্ত্রক বলে, "পাকিস্তানে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর বারবার আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে ভারত । আজ পেশোয়ারে শিখ যুবক খুন হয় । দু'দিন আগে নানকানা সাহিবে গুরুদ্বার ঘিরে বিক্ষোভ দেখায় ও পাথর ছোড়ে দুষ্কৃতীরা । তারও আগে শিখ যুবতিকে অপহরণ করে ধর্মান্তর করে বিবাহ করা হয়েছিল । "

উল্লেখ্য, 3 জানুয়ারি পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারের সামনে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা । গুরুদ্বার লক্ষ্য করে পাথর ছোড়া হয় । যার জেরে গুরুদ্বারের ভিতরে আটকে পড়ে বহু মানুষ । সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক । টুইট করে জানানো হয়েছিল, "আমরা নানকানা সাহিবে গুরুদ্বারে হামলার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন । পাকিস্তানের শিখ সংখ্যালঘুরা ধর্মীয় নির্যাতনের শিকার হচ্ছেন । পাকিস্তান সরকারের কাছে অনুরোধ অবিলম্বে যেন ব্যবস্থা নেওয়া হয় ।"

Last Updated : Jan 5, 2020, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details