পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভিয়েতনামে বন্যা ও ধসে মৃত 90 - ভিয়েতনামে বন্যা ও ধ্বসে মৃত 90

হা তিনহ, কোয়াং বিনহ, কোয়াং ট্রি এবং থুয়া থিয়েন হিউ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ধস নেমেছে ৷ বুধবার পর্যন্ত প্রায় 600 মিমি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে ৷

Floods and landslides kill 90 people in Vietnam
Floods and landslides kill 90 people in Vietnam

By

Published : Oct 20, 2020, 10:20 AM IST

হানোই, 20 অক্টোবর : দু'সপ্তাহের প্রবল বর্ষণে ভিয়েতনামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সঙ্গে ধস নেমেছে একাধিক স্থানে ৷ বন্যা ও ধসের জেরে কমপক্ষে 90 জনের মৃত্যু হয়েছে । 34 জন নিখোঁজ ৷ সোমবার এমনই জানাল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কমিটির কর্তৃপক্ষ ৷

ভিয়েতনামের কয়েকটি সংবাদ মাধ্যমের কাছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় পরিচালন কমিটি এই বিবৃতি দিয়েছে ৷ তারা জানিয়েছে, হা তিনহ, কোয়াং বিনহ, কোয়াং ট্রি এবং থুয়া থিয়েন হিউ এই সমস্ত এলাকার প্রায় সাড়ে 37 হাজার পরিবারের 1 লাখ 21 হাজার 280 জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ জলের তলায় রয়েছে প্রায় 1 লাখ 21 হাজার 700 ঘর ৷

6 অক্টোবর থেকে প্রায় 5 লাখ 31 হাজার 800 গবাদি পশু প্রাকৃতিক দুর্যোগের কারণে মারা গেছে ৷ ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জাতীয় সড়ক, বিভিন্ন রাস্তাঘাট ৷ স্কুল পড়ুয়াদের বাড়ি থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বুধবার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত চলতে পারে ৷ কিছু কিছু অঞ্চলে 600 মিমির বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল ৷ ইতিমধ্যে বন্যা পরিস্থিতি সতর্কতা জারি করা হয়েছে ৷ রবিবার, জরুরি ব্যবস্থাপনার জন্য বৈঠক হয়েছে ৷ তাতে চতুর্থ পর্যায়ের সতর্কতা জারি হয়ে গেছে ৷ এখনও পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত সতর্কতা জারি রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details