হানোই, 20 অক্টোবর : দু'সপ্তাহের প্রবল বর্ষণে ভিয়েতনামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সঙ্গে ধস নেমেছে একাধিক স্থানে ৷ বন্যা ও ধসের জেরে কমপক্ষে 90 জনের মৃত্যু হয়েছে । 34 জন নিখোঁজ ৷ সোমবার এমনই জানাল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কমিটির কর্তৃপক্ষ ৷
ভিয়েতনামের কয়েকটি সংবাদ মাধ্যমের কাছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় পরিচালন কমিটি এই বিবৃতি দিয়েছে ৷ তারা জানিয়েছে, হা তিনহ, কোয়াং বিনহ, কোয়াং ট্রি এবং থুয়া থিয়েন হিউ এই সমস্ত এলাকার প্রায় সাড়ে 37 হাজার পরিবারের 1 লাখ 21 হাজার 280 জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ জলের তলায় রয়েছে প্রায় 1 লাখ 21 হাজার 700 ঘর ৷