গাইবান্ধা (বাংলাদেশ) , 5 এপ্রিল :রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হল তিন মহিলা সহ আটজনের । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাইবান্ধা জেলায় । রবিবার বাংলাদেশের উত্তর, মধ্য ও পশ্চিমাঞ্চলে কমপক্ষে 13টি জেলায় প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় । স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সূর্যাস্তের ঠিক আগে ফুলছাড়ি ,পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলা এলাকায় ভিন্ন ঘটনায় মোট আটজনের মৃত্যু হয়েছে । মৃত আটজনের মধ্যে এখনও পর্যন্ত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে । মৃতরা হলেন, শিমুলি বেগম (25), আবদুল গফ্ফর (42) , হাফিজউদ্দিন (44) , জাহানারা বেগম (50) এবং ময়না বেগম (60) । এরা সকলেই গাইবান্ধার বাসিন্দা ।
গাইবান্ধার ডেপুটি কমিশনার আবদুল মাতিন স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, হঠাৎ করে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকায় গাছ উপড়ে যায়, ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, শস্যহানি হয় ৷ এমনকি মানুষের জীবনহানিও হয়েছে ।
ঢাকা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, ঢাকার উপর দিয়ে বয়ে যাওয়া এই প্রবল ঝড়ে ইটের আঘাতে জখম হয়েছেন চার বছরের বালিকা তোয়ামনি ও রিক্সাচালক ফরিদউদ্দিন (35) । জলখাবার খাওয়ার সময় ফরিদের উপর দেওয়াল ভেঙে পড়ায় তিনি জখম হন । অন্যদিকে বাড়িতে ঢোকার সময় ছাদের উপরের একাংশ ভেঙে একটি ইট মাথায় পড়ায় জখম হয় তোয়ামনি ।
অমর একুশে বইমেলার বইয়ের স্টলগুলিও এই ঝড়ে এলোমেলো হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে খবর ।