পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কমান্ডার সুলেইমানির মৃত্যুতে নৃত্য করছেন ইরাকের মানুষ; ভিডিয়ো টুইট পম্পেয়োর

বাগদাদ বিমানবন্দরে অ্যামেরিকার সেনার অভিযান । বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য দিতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর হলও তাই ৷ দেশের বাইরে কর্মরত অ্যামেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে ৷  পদক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ৷

সেনা অভিযানে হত কমান্ডার, নৃত্য করছেন ইরাকের মানুষ; ভিডিয়ো টুইট পম্পেয়োর
সেনা অভিযানে হত কমান্ডার, নৃত্য করছেন ইরাকের মানুষ; ভিডিয়ো টুইট পম্পেয়োর

By

Published : Jan 3, 2020, 7:37 AM IST

Updated : Jan 3, 2020, 2:49 PM IST

বাগদাদ, 3 জানুয়ারি : বাগদাদ বিমানবন্দরে অ্যামেরিকার সেনা অভিযান । বিমান হানায় মিজ়াইল বর্ষণের ফলে ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্‌স ফোর্সের কমান্ডার কাসেম সুলেইমানি সহ মোট আটজনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় ইরাকের মানুষ খুব খুশি, একথা জানিয়ে একটি ভিডিয়ো-সহ টুইট করেছেন অ্যামেরিকার বিদেশ সচিব মাইক পম্পেয়ো। তিনি টুইটে লেখেন, ''জেনেরাল সোলেইমানি আর নেই জেনে রাস্তায় আনন্দ-নৃত্য করছেন ইরাকের মানুষ।''

ইরাকের সেনা সূত্রে খবর, আজ ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালানো হয়েছে অ্যামেরিকার সেনাবাহিনীর তরফে । পাশাপাশি দুটি গাড়িও বিস্ফোরণ হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আটজনের মৃত্যু হয়েছে । ইরাকের ঘটনার অব্যবহিত পরই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রের পতাকার ছবি পোস্ট করেন টুইটে ৷

রাজনৈতিক মহল বলছে, এভাবেই দূতাবাসে আগুন ও ভাঙচুরের পরে জবাব দিল অ্যামেরিকা । পশ্চিম এশিয়ায় শয়ে শয়ে সেনা পাঠানো শুরু করেছে ট্রাম্প প্রশাসন ৷ বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য চোকাতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট , আর হলও তাই ৷ দেশের বাইরে কর্মরত অ্যামেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে ৷ পদক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ৷ ইরানের কমান্ডার সোলেইমানির মৃত্যুর পর পেন্টাগনের তরফে জানানো হয়েছে এমনই ৷

প্রতিরক্ষা দপ্তরের তরফে বলা হয়েছে, সোলেইমানি অ্যামেরিকার কূটনীতিক ও অন্যদের উপর হামলার ছক কষছিল ৷ সে ও তার বাহিনী অ্যামেরিকার নাগরিকদের মৃত্যুর জন্য দায়ি ৷ সেনা সূত্রে জানানো হয়েছে, অ্যামেরিকার সেনা অভিযানে ইরাকের কমান্ডার মৃত্যু জেনেরাল কাসেম সুলেইমানির মৃত্যু হয়েছে ৷ তেহরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মেহদি আল-মুহানদিস। অভিযানে মৃত্যু হয়েছে তারও ৷ তার এই গোষ্ঠীর মধ্যেই রয়েছে কাতায়েব হিজবুল্লা গোষ্ঠী। এই গোষ্ঠীর ২৫ জন মার্কিন হানায় নিহত হওয়ার পরেই রবিবারে দূতাবাসের হামলার ঘটে ৷

কিছুদিন আগেই দূতাবাসকে সুরক্ষা দিতে ব্যর্থ ইরাকের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ অ্যামেরিকান প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, 82 নম্বর এয়ারবর্ন ডিভিশনের ব়্যাপিড রেসপন্স ইউনিটের প্রায় 750 টি দলকে আগামী কয়েকদিনের মধ্যে বাগদাদে মোতায়েন করা হবে ৷

2018 সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ এরপরই ইরানকে 'জবাব' দিল অ্যামেরিকা ৷

Last Updated : Jan 3, 2020, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details