পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, পাকিস্তানে মৃত 8 - বড় টার্ন

রাস্তায় একটি বড় টার্ন নিতে গিয়ে চালক ভ্য়ানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ আর তখনই গাড়িটি খাদে পড়ে যায় ৷ খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

8-killed-11-injured-in-pak-accident
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, পাকিস্তানে নিহত 8

By

Published : Nov 16, 2020, 5:35 PM IST

ইসলামাবাদ, 16 নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে যাত্রীবাহী ভ্য়ান পড়ে 8 জনের মৃত্য়ু ৷ আহত হয়েছেন অন্তত 11 জন ৷ সোমবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুয়ান প্রদেশের নওসেরা জেলার কাকা সাহিব রোডে ৷ স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়।

প্রত্য়ক্ষদর্শীদের মতে, রাস্তায় একটি বড় টার্ন নিতে গিয়ে চালক ভ্য়ানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ আর তখনই গাড়িটি খাদে পড়ে যায় ৷ খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাকি মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্য়ে 4 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের চিকিৎসার জন্য় পেশওয়ারের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ এদিন দুর্ঘটনার পর স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগায় ৷

ABOUT THE AUTHOR

...view details