পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনার জেরে আফগানিস্তানের 70 লাখ শিশু দারিদ্র্যের শিকার - আফগানিস্তান

আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বয়স 15 বছরের নিচে । সে দেশের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের অবস্থা শোচনীয় ।

Children of afghanistan during COVID-19
আফগানিস্থানে কোরোনার প্রভাব

By

Published : Jun 2, 2020, 6:03 PM IST

কাবুল, 2 জুন : কোরোনা ভাইরাসের জেরে আফগানিস্তানের 70 লাখ শিশু দারিদ্র্যের মুখোমুখি । সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে । পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, শিশুরা তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত ।

আফগানিস্তানে মোট জনসংখ্যার অর্ধেক 15 বছরের নিচে । সেভ দ্য চিল্ড্রেনের মুখপাত্র মারিয়াম আতাই জানান, “COVID-19 এর জেরে শিশুরা প্রতিনিয়ত খিদের জ্বালা সহ্য করছে । দারিদ্র্যের মুখোমুখি হতে তারা বাধ্য হয়েছে । শিশুদের ন্যূনতম অধিকার শিক্ষা ।সেটাও গত তিন মাস ধরে বন্ধ রয়েছে ।” আফগানিস্তানে কোরোনা আক্রান্তের সংখ্যা 15 হাজার 750 । মারা গেছেন 265 জন ।

UNICEF-এর তথ্য উদ্ধৃত করে সে দেশের শ্রম এবং সমাজ বিষয়ক মন্ত্রী গুলাম হেয়ারদার জালানি জানান, “ প্রায় 60 লাখ শিশু বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে । 3.1 মিলিয়ন শিশু অসুরক্ষিত । 1.2 মিলিয়ন শিশু শ্রমিকের কাজ করে ।”

আফগানিস্তানের মানবাধিকার কমিশনের মুখপাত্র নাঈম নাজ়ারি জানান, "সরকার অনেক বড় বড় কথা বলছে । কিন্তু শিক্ষা, যৌন হেনস্থা, বাল্যবিবাহের ক্ষেত্রে শিশুদের অবস্থা শোচনীয় ।

ABOUT THE AUTHOR

...view details