পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জাপানে 6.1 মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা - সুনামি সতর্কতা

ভূমিকম্প জাপানের হোক্কাইডো-তে ৷ রিখটার স্কেলে যার মাত্রা 6.1 ৷ ভূ-পৃষ্ঠ থেকে 60 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে ৷

6-dot-1-magnitude-earthquake-strikes-japans-hokkaido
জাপানে 6.1 মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

By

Published : May 16, 2021, 3:20 PM IST

টোকিও, 16 মে : জাপানের হোক্কাইডো-তে ভূমিকম্প ৷ রিখটার স্কেলে যে কম্পনের মাত্রা ছিল 6.1 ৷ জাপানের স্থানীয় সময় রবিবার বেলা 12টা 24 মিনিটে এই কম্পন অনুভূত হয় ৷

আরও পড়ুন :ভূমিকম্পে কাঁপল রাজ্যের একাধিক জেলা

জাপান আবহাওয়া সংস্থার তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় বেলা 12টা 24 মিনিটে উত্তরের 41.9 ডিগ্রি অক্ষাংশে এবং পূর্বের 144.9 ডিগ্রি দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠ থেকে 60 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে ৷ হোক্কাইডোর 3টি জায়গায় এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ৷ এই ভূমিকম্পের জেরে জাপানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে ৷ কয়েকমাস আগেও জাপানে ভূমিকম্প হয়েছিল ৷ সেবারেও সুনামি সতর্কতা জারি করা হলেও, পরবর্তী সময়ে তা প্রত্যাহার করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details