পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Kabul Rocket strike : পরপর পাঁচটি রকেট হামলা কাবুল বিমানবন্দরে - US airstrikes

আজ সকালে পাঁচটি রকেট কাবুল বিমানবন্দরের দিকে উড়ে আসে ৷ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷

পরপর পাঁচটি রকেট হামলা কাবুল বিমানবন্দরে
পরপর পাঁচটি রকেট হামলা কাবুল বিমানবন্দরে

By

Published : Aug 30, 2021, 11:11 AM IST

Updated : Aug 30, 2021, 11:23 AM IST

কাবুল, 30 অগস্ট : ফের রকেট হামলা ৷ আজ সকালে পরপর পাঁচটি রকেট কাবুল বিমানবন্দরের দিকে উড়ে আসে ৷ যদিও, রকেটগুলিকে ধ্বংস করেছে মিসাইল ডিফেন্স সিস্টেম ৷ রকেট হামলার খবর নিশ্চিত করেছে আমেররিকা ৷ এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷

এদিকে, গতকালই আমেরিকার তরফে ড্রোন হামলা করা হয় ৷ মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন বিল আরবানের দাবি, একটি বিস্ফোরক ভর্তি গাড়ি বিমানবন্দরের দিকে যাচ্ছিল ৷ ওই গাড়ি লক্ষ্য করেই ড্রোন হামলা চালানো হয় ৷ লক্ষ্য সফল হয়েছে ৷ আর এই হামলায় কয়েকজন আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি তাঁর ৷

আরও পড়ুন,US Drone strike in Kabul : কাবুল বিমানবন্দরে নাশকতার ছক, ড্রোন হামলায় খতম কয়েকজন আইএস জঙ্গি, দাবি আমেরিকার

গতকাল আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের শেষ দিন আমেরিকার ৷ তার দুদিন আগে থেকে পরপর রকেট হামলা চলছে ৷ গতকাল রাতেও কাবুলে বিস্ফোরণ ঘটে ৷ বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ফলে বিস্ফোরণ ঘটে বলে জানা যায় ৷ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে ৷

Last Updated : Aug 30, 2021, 11:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details