পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কলম্বো বিস্ফোরণে মৃত ভারতীয়র সংখ্যা বেড়ে 8 - death

কলম্বোয় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 290। এদের মধ্যে 8 জন ভারতীয়ও রয়েছে।

ঘটনাস্থানের ছবি

By

Published : Apr 22, 2019, 10:26 AM IST

Updated : Apr 22, 2019, 7:12 PM IST

কলম্বো, 22 এপ্রিল : ফের বিস্ফোরণ কলম্বোয়। গতকালের বিস্ফোরণ স্থানের কাছে একটি বোমা নিষ্ক্রিয় করছিল বম স্কয়্যাড । সেই সময় একটি ভ্যানে বিস্ফোরণ হয়। তবে, আজকের বিস্ফোরণের জেরে প্রাণহানি হয়েছে কি না তা এখনও জানা যায়নি । অপরদিকে, ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8 ।

অপরদিকে, গতকালের ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 290 । এদের মধ্যে 8 জন ভারতীয়ও রয়েছে বলে জানা গেছে । তাঁরা হলেন লক্ষ্মী, নারায়ণ চন্দ্রশেখর, রমেশ, কে জি হনুমানথারায়াপ্পা ও এম রাঙ্গাপ্পা । গতকালই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে তিন ভারতীয়র নাম জানান । আজ সকালে কলম্বোয় অবস্থিত ভারতের হাইকমিশন অফিসের তরফে বাকি দু'জনের নাম জানানো হয় । পরে আরও তিন ভারতীয়র নাম জানানো হয়েছে । তাঁদের নাম - ভেমুরাই তুলসিরাম, এস আর নাগারাজ ও এইচ শিভাকুমার ।

গতকাল গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো । উত্তর অংশের কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ হয় । বিস্ফোরণে কেঁপে ওঠে শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেল । ঘণ্টাখানেক পরই আরও দুটি বিস্ফোরণ হয়। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 290 । জখম 500-রও বেশি। মৃত ও জখমদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও রয়েছেন ।

এদিকে বিস্ফোরণের পর শোক বার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শ্রীলঙ্কার পাশে থাকার আশ্বাস দেন সুষমা স্বরাজও। টুইটে লেখেন, আমি শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছি । ভারত মানবতার স্বার্থে সবসময় শ্রীলঙ্কার পাশে আছে। প্রয়োজন হলে ভারত মেডিকেল টিমও পাঠাবে ।

Last Updated : Apr 22, 2019, 7:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details