পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান - Japan

টোকিয়ো-র 86 কিমি উত্তর-পূর্বে আজ ভোর 2.32 নাগাদ কম্পনটি অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.6 ।

Earthquake
ভূমিকম্প

By

Published : Jun 1, 2020, 1:43 PM IST

টোকিয়ো , 1 জুন : ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান । আজ ভোর আড়াইটে নাগাদ তীব্র কম্পন অনুভূত হয় । টোকিয়ো-র উত্তর-পূর্বে এই কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে এর তীব্রতা ছিল 5.6 ।

NCS সূত্রে খবর , "টোকিয়ো-র 86 কিমি উত্তর-পূর্বে আজ ভোর 2.32 নাগাদ কম্পনটি অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.6 । " জাপানের রাজধানী ও তার আশেপাশের অঞ্চলে এই কম্পন অনুভূত হয় ।

দু'দিন আগেও শুক্রবার নাগাদ জাপানের তোয়োশিনায় কম্পন অনুভূত হয়েছিল । এই তোয়োশিনা শহরটি 234 কিমি দূরে অবস্থিত ।

ABOUT THE AUTHOR

...view details