বেজিং , 25 জানুয়ারি : দেশজুড়ে আতঙ্ক ৷ করোনা (ইউহান) ভাইরাসের থাবায় আক্রান্ত চিন ৷ মৃতের সংখ্যা বেড়ে 41 ৷ নতুন করে হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে ৷ মৃতদের অধিকাংশই ইউহান প্রদেশের ৷ 1 কোটি 10 লক্ষ বাসিন্দার এই ইউহান শহরেই প্রথম ভাইরাসটি খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছেন হুবেই হেলথ কমিশন ৷
ইউহান ছাড়াও 13 শহরের বাসিন্দাদের মধ্যে এই মারাত্মক শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ আটকাতে রীতিমতো ঘরবন্দী করে রাখা হয়েছে ৷ ইতিমধ্যে সংক্রমণটি চিনব্যাপী এবং অন্যান্য বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে । স্বাস্থ্য কমিশন নতুন করে সংক্রমণের কেস নথিভুক্ত করেছে 180টি ৷ এর মধ্যে 77 জন ইউহান প্রদেশের বাসিন্দা৷ বাকি আক্রান্ত ব্যক্তিরা চিনের অন্যান্য ছোটো শহরের বাসিন্দা৷