পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

করোনা সংক্রমণে চিনে মৃত বেড়ে 41, বাড়ছে আতঙ্ক - Wuhan

চিনে করোনা ভাইরাসে মৃত্যু হল 41জনের, নতুন করে আক্রান্ত হয়েছেন 1000 জনের বেশি ৷

corona virus
করোনা ভাইরাস

By

Published : Jan 25, 2020, 8:39 AM IST

বেজিং , 25 জানুয়ারি : দেশজুড়ে আতঙ্ক ৷ করোনা (ইউহান) ভাইরাসের থাবায় আক্রান্ত চিন ৷ মৃতের সংখ্যা বেড়ে 41 ৷ নতুন করে হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে ৷ মৃতদের অধিকাংশই ইউহান প্রদেশের ৷ 1 কোটি 10 লক্ষ বাসিন্দার এই ইউহান শহরেই প্রথম ভাইরাসটি খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছেন হুবেই হেলথ কমিশন ৷

ইউহান ছাড়াও 13 শহরের বাসিন্দাদের মধ্যে এই মারাত্মক শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ আটকাতে রীতিমতো ঘরবন্দী করে রাখা হয়েছে ৷ ইতিমধ্যে সংক্রমণটি চিনব্যাপী এবং অন্যান্য বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে । স্বাস্থ্য কমিশন নতুন করে সংক্রমণের কেস নথিভুক্ত করেছে 180টি ৷ এর মধ্যে 77 জন ইউহান প্রদেশের বাসিন্দা৷ বাকি আক্রান্ত ব্যক্তিরা চিনের অন্যান্য ছোটো শহরের বাসিন্দা৷

অধিকাংশ বাসিন্দাই নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ৷ সরকারি গণনা অনুযায়ী 803 জন নিশ্চিত করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ৷ এছাড়াও নতুন করে যোগ হবে আরও 1000 জনের নাম ৷

চিনা নববর্ষ উপলক্ষে সারা দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষের আগমন হয় এই সময়ে ৷ চিনে বসবাসকারী ভারতীয় ও অন্যান্য দেশের বাসিন্দারাও এই সময় দেশে ফেরেন, তাই বিশ্বজুড়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিটি দেশের বিমানবন্দরেই কড়া নিরাপত্তা জারি হয়েছে ৷ চিন থেকে আগত যাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাও করানো হচ্ছে ৷

করোনা আতঙ্ক, শারীরিক পরীক্ষা 96 বিমানের 20 হাজার যাত্রীর

ABOUT THE AUTHOR

...view details