পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জয় বাংলা কনসার্টে 3ডি হলোগ্রামে হাজির বঙ্গবন্ধু

গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টে শেখ মুজিবর রহমানের 3ডি হলোগ্রাম উপস্থাপন করা হয় । বাংলাদেশ সরকারের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলজি বিভাগের তরফে একটি প্রজেক্টের উদ্যোগ নেওয়া হয়েছিল । ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (NDE) সহযোগিতায় মুজিবর রহমানের '7 মার্চ ঐতিহাসিক বক্তৃতা' সাত হাজার দর্শকের সামনে পেশ করে তারা ।

bangabandhu
বঙ্গবন্ধু

By

Published : Mar 8, 2020, 11:31 PM IST

ঢাকা, 8 মার্চ : প্রথমে বিশ্বাস করতে পারেননি প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকরা । যা দেখছেন তা কি সত্যি ? মঞ্চের উপর দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং বঙ্গবন্ধু ? বক্তৃতা পেশ করছেন ? না ! মুহূর্তের বিহ্বলতা কাটিয়ে দর্শকরা বোঝেন , বঙ্গবন্ধু না । মঞ্চে উপস্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু মুজিবর রহমানের 3ডি হলোগ্রাম ।

গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টে শেখ মুজিবর রহমানের 3ডি হলোগ্রাম উপস্থাপন করা হয় । বাংলাদেশ সরকারের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলজি বিভাগের তরফে একটি প্রজেক্টের উদ্যোগ নেওয়া হয়েছিল । ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারস লিমিটেডের (NDE) সহযোগিতায় মুজিবর রহমানের 'ঐতিহাসিক 7 মার্চ বক্তৃতা' সাত হাজার দর্শকের সামনে পেশ করে তারা ।

NDE সলিউশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রিয়াদ এস এ হোসেন বলেন, "হলোগ্রাম হল একটি থ্রি-ডায়মেনশনল ইমেজ । এইক্ষেত্রেও আপনারা হলোগ্রাম দেখেছেন । চেষ্টা করা হয়েছে যত সম্ভব বাস্তবরূপ দেওয়া যায় ।"

এই মঞ্চে বঙ্গবন্ধুর দুই মেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহনার হোলোগ্রামও উপস্থাপন করা হয় । তাঁরা তাঁদের বাবার ঐতিহাসিক বক্তব্যের স্মৃতিচারণ করেছিলেন । প্রধানমন্ত্রীর হলোগ্রাম একটি কবিতাপাঠও করে ।

বাংলাদেশের যুবসম্প্রদায়ের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলা এই হলোগ্রাম প্রজেক্টের লক্ষ্য । জাতীয় সংসদ ভবন চত্বরে শিশু মেলায় 19 মার্চ ঐতিহাসিক বক্তব্যের এই হলোগ্রাম আবার উপস্থাপন করা হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details