পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সোলেইমানির শেষকৃত্যে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে 50

শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলেইমানি । আজ তাঁর শেষকৃত্যে পৌঁছতে দিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে 50 জনের ।

stampede
পদপৃষ্ট হয়ে মৃত 35

By

Published : Jan 7, 2020, 9:15 PM IST

তেহরান, 7 জানুয়ারি : কাসেম সোলেইমানির শেষকৃত্যে পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে 50 জনের । গুরুতর জখম বহু । ইরানের একটি টেলিভিশনের তরফে জানানো হয়েছে, সোলেইমানির শেষকৃত্যে পৌঁছতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে ।

শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্‌স ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানি সহ মোট আটজনের । এরপরই সংঘাত চরমে ওঠে ৷ ইরান থেকে বারবার অ্যামেরিকাকে হুঁশিয়ারি দেওয়া হয়, এই মৃত্যুর খেসারত তাদের দিতে হবে । আজ বাবার শেষকৃত্যে জ়েইনাব সোলেইমানিও হুঁশিয়ারি দেন, এই ঘটনা অ্যামেরিকার জন্য কালো দিন আসতে চলেছে ।

2018 সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে ৷ এরপর সোলেইমানিকে হত্যা অ্যামেরিকার ইরানকে 'জবাব' দেওয়া বলেই মনে করছে অনেকে ।

আর ফ্লোরিডার পাম বিচে মার-আ-লাগো রিসর্টে বিমান অভিযান প্রসঙ্গে ট্রাম্প বলেন, সোলেইমানি নিরীহ মানুষের মৃত্যু জন্য দায়ি ৷ দিল্লি ও লন্ডনের হামলার ছকও কষেছিল সে'ই ৷ সোলেইমানিকে হত্যার জন্য মিজ়াইল হানার আদেশ দেন ট্রাম্প ৷

ABOUT THE AUTHOR

...view details