পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আফগানিস্তানের প্রেসিডেন্টের অফিসের সামনে বিস্ফোরণ, মৃত 3 - তালিবান

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির অফিসের সামনে বিস্ফোরণে প্রাণ হারালেন তিনজন ।

আফগানিস্তানের প্রেসিডেন্টের অফিসের সামনে বিস্ফোরণ, মৃত 3

By

Published : Sep 25, 2019, 5:46 PM IST

লেন তিনজন । জখম আরও সাতজন । ঘটনাটি গতকাল গভীর রাতে হয় । জানা গেছে প্রেসিডেন্টের অফিসের প্রবেশদ্বারে বিস্ফোরক লাগিয়ে চলে যায় দুষ্কৃতীরা । মৃতদের মধ্যে একজন মহিলা, একজন শিশু ও একজন বৃদ্ধ । বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন ।

এর আগে 17 সেপ্টেম্বরে সে দেশের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের চারিকার শহরে আশরাফ ঘানির নির্বাচনী প্রচারেও একটি বিস্ফোরণ হয়েছিল । তাতে প্রাণ হারিয়েছিল 26 জন । সেই বিস্ফোরণের দায় অবশ্য তালিবানরা স্বীকার করেছিল । 28 সেপ্টেম্বর আফগানিস্তানে সাধারণ নির্বাচন । মনে করা হচ্ছে, এর আগে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উপস্থিতি ও ক্ষমতা জাহির করতেই সচেষ্ট হয়েছে তালিবানরা ।

তালিবানদের সঙ্গে চলা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই একাধিক বিস্ফোরণ ঘটানো হয়েছে সে দেশের বিভিন্ন জায়গায় । শান্তি প্রক্রিয়ার মাঝেই সক্রিয় হয়ে ওঠে তালিবানরা । 5 সেপ্টেম্বর কাবুলে মার্কিন দূতাবাসের সামনে এক বিস্ফোরণে মারা যায় তিনজন । এর মধ্যে একজন মার্কিন সেনাও ছিলেন । এরপরই টুইট করে তালিবানদের সঙ্গে চলা শান্তি প্রক্রিয়া বাতিল করে দেন ডোনাল্ড ট্রাম্প । এরপর দেশজুড়ে নাশকতামূলক কার্যকলাপ বাড়িয়ে দেয় তালিবানরা ।

ABOUT THE AUTHOR

...view details