করাচি, 9 ফেব্রুয়ারি : দু'শো বছরেরও পুরোনো মন্দির এবার হিন্দুদের হাতে ফিরিয়ে দিল পাকিস্তান প্রশাসন । গতকালই ইমরান খানের সরকারের তরফে এই ঘোষণা করে দেওয়া হয় । বালুচিস্তানের জ়োব জেলার ওই মন্দিরটি দেশভাগের সময় থেকে বেআইনিভাবে দখল করে নেওয়া হয়েছিল । সেই মন্দির এবার পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের হাতে তুলে দিল পাকিস্তানের সরকার ।
স্থানীয় সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, বিগত তিরিশ বছর ধরে চার কক্ষবিশিষ্ট ওই মন্দিরটিকে সরকারি স্কুল হিসেবে ব্যবহার করা হত । গত বছরেই স্কুলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । সেই থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল মন্দিরটি । এরপর গতকাল মন্দিরটি হিন্দুদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।
স্থানীয় হিন্দু নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে মন্দিরের চাবি তুলে দেন জামাত উলেমা ইসলামের স্থানীয় নেতা মৌলানা আল্লাহ দাদ কাকার । এই চাবি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ 72 বছর সময় লাগায় ক্ষমাপ্রার্থনা করেছেন জ়োব জেলার ডেপুটি কমিশনার সালিম তাহা । একইসঙ্গে মন্দিরের যাবতীয় সংস্কারের কাজ করে দেওয়ারও আশ্বাস দেন ডেপুটি কমিশনার ।
পাকিস্তানের প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে বেআইনিবভাবে দখল করা এরকম প্রায় 400 টি মন্দির ফিরিয়ে দেওয়া হবে হিন্দুদের হাতে । গত বছরের নভেম্বরেই অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের হাতে তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট । এরপর পাকিস্তান সরকারের তরফে এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ।