পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Bangladesh : খুলনার মন্দির চত্বরে উদ্ধার 18 টি তাজা বোমা

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ৷ বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে বাংলাদেশের বম্ব স্কোয়াড ৷ এদিকে দেশজুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনার জেরে নিরাপত্তার ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে ৷

18 crude bombs found at a kali temple in khulna bangladesh
Bangladesh : খুলনার মন্দির চত্বরে উদ্ধার 18 টি তাজা বোমা

By

Published : Oct 15, 2021, 9:31 AM IST

ঢাকা, (বাংলাদেশ), 15 অক্টোবর : দুর্গা প্রতিমা (Durga Idol) ভাঙা থেকে মণ্ডপ ও মন্দিরে ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন জায়গায় উত্তেজনা আগেই ছড়িয়েছে ৷ হিংসার ঘটনায় প্রাণহানিও হয়েছে ৷ এবার সেখানকার একটি মন্দির চত্বরে উদ্ধার হল তাজা বোমা ৷ বাংলাদেশের খুলনার (Khulna) একটি মন্দিরে ঘটনাটি ঘটেছে বলে খবর ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মন্দির চত্বর থেকে উদ্ধার হয় 18 টি তাজা বোমা ৷

ঢাকা ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানিয়েছে যে খুলনার রূপসা মহাশ্মশান ও কালী মন্দিরের প্রবেশদ্বারের মুখে বোমাগুলি পড়ে থাকতে দেখা যায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ৷ খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও বম্ব স্কোয়াডকে ৷ সন্ধ্যা 7 টা নাগাদ বোমাগুলি উদ্ধার করে বম্ব স্কোয়াড ৷ বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন ব়্যাপিড অ্যাকশন ফোর্সের (RAB) 6 নম্বর ব্যাটালিয়নের ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ ৷

আরও পড়ুন :Bangladesh Temple Attacked : বাংলাদেশে মন্দিরে হামলার অভিযোগ, হিংসায় মৃত 3

প্রসঙ্গত, বাংলাদেশের কুমিল্লায় (Cumilla) একটি দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা গত বুধবার সামনে আসে ৷ সেই ঘটনার রেশ ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করে ৷ একে একে চাঁদপুর, কক্সবাজার, বান্দারবন, সিলেট, চট্টগ্রাম ও গাজিপুর থেকে পুজো মণ্ডপ ও মন্দির ভাঙচুর চালানোর খবর সামনে আসতে শুরু করে ৷ বেশ কয়েকটি জায়গায় হিংসাও ছড়িয়ে পড়ে বলে খবর ৷ চাঁদপুর হাজিগঞ্জে গত বৃহস্পতিবার তিনজন নিহত হন ৷ আহত হন অন্তত 60 জন ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক, পুলিশ আধিকারিক ও সাধারণ মানুষও আছেন ৷ কুমিল্লাতেও অন্তত 50 জন হিংসার জেরে জখম হয়েছেন বলে খবর ৷

আরও পড়ুন :Bow And Arrow Attack: সুপার মার্কেটে তির-ধনুক নিয়ে হামলা, নরওয়েতে মৃত ৫

এই নিয়ে বাংলাদেশ সরকারের তরফে বিভিন্ন পুজো মণ্ডপের নিরাপত্তা বৃদ্ধি করা হয় ৷ দেশের 22 টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির (BGB) দ্বারা নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় স্থানীয় প্রশাসনের তরফে ৷ অনেক জায়গায় আধা-সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কুমিল্লার ঘটনায় দোষীদের ধরা হবে ৷ কাউকে ছাড়া হবে না ৷ পরিকল্পিত ভাবে একটি গোষ্ঠী উত্তেজনা ছড়াতে এই কাজ করেছে বলে তিনি দাবি করেছেন ৷

আরও পড়ুন :Abdul Qadeer Khan : প্রয়াত বিতর্কিত পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান

অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও (Bangladesh Prime Minister Sheikh Hasina) এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন ৷ দোষীদের সকলকেই উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details