পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

করাচিতে কিশোরীকে অপহরণ করে ধর্মান্তরকরণ, জোর করে নিকাহ - আরজ়ু রাজা

হিউম্যান রাইটস ফোকাস পাকিস্তানের তথ্যানুসন্ধানকারী দল সিন্ধ হাইকোর্টে 27 অক্টোবরের তথ্য খুঁজে বের করেছে । সেখানে বেশ কিছু ক্ষেত্রে তথ্যে বদল ধরা পড়েছে । আরজ়ুর বয়স দেখানো হয়েছে 18 বছর । পাশাপাশি আরজ়ুর স্বেচ্ছায় নিকাহ ও ইসলাম ধর্মগ্রহণের স্বপক্ষে বিবৃতির কথাও উল্লেখ রয়েছে ।

Christian girl abducted
প্রতীকী ছবি

By

Published : Oct 31, 2020, 10:28 PM IST

করাচি, 31 অক্টোবর : আরজ়ু রাজা । করাচিতে বছর তেরোর এই খ্রিষ্টান কিশোরীকে অপহরণ করে ধর্মান্তরকরণের অভিযোগ উঠেছে আলি আজ়হার নামে এক ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্ত আলি আজ়হার করাচিরই বাসিন্দা । বয়স 44 বছর । আজ়হারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে আরজ়ুকে অপহরণ করে প্রথমে তাকে ধর্মান্তরিত করে এবং তারপর নিকাহ করে । করাচির এই ঘটনায় সরব হয়েছে একাধিক মানবাধিকার সংস্থা ।

হিউম্যান রাইটস ফোকাস পাকিস্তানের সভাপতি, নভিদ ওয়াল্টার জানিয়েছেন, পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের, বিশেষ করে খ্রিষ্টান ও হিন্দু ধর্মের মেয়েদের জোর করে ইসলাম ধর্মান্তরিত করা হচ্ছে এবং মুসলিম পুরুষদের সঙ্গে নিকাহ দেওয়া হচ্ছে ।

তাঁর কথায়, প্রথমে এইসব সংখ্যালঘু মেয়েদের নিখোঁজ ডায়েরি জমা হয় স্থানীয় থানায় । পরে জানা যায়, তাদের ধর্মান্তরিত করা হয়েছে এবং যে অপহরণ করেছে সেই নিকাহ করে নিচ্ছে ।

নভিদ জানিয়েছেন, "একইদিনে অপহরণ, ধর্মান্তরকরণ ও নিকাহ এই ধরনের ক্ষেত্রে খুবই স্বাভাবিক হয়ে উঠেছে । আরজ়ু রাজার সঙ্গেও একই ঘটনা ঘটেছে ।"

HRFP-র তথ্যানুসন্ধানকারী দল সিন্ধ হাইকোর্টে 27 অক্টোবরের তথ্য খুঁজে বের করেছে । সেখানে বেশ কিছু ক্ষেত্রে তথ্যে বদল ধরা পড়েছে । আরজ়ুর বয়স দেখানো হয়েছে 18 বছর । পাশাপাশি আরজ়ুর স্বেচ্ছায় নিকাহ ও ইসলাম ধর্মগ্রহণের স্বপক্ষে বিবৃতির কথাও উল্লেখ রয়েছে । বেশ কিছু সরকারি তথ্যে আরজ়ুর ছবিও বদলে ফেলা হয়েছে বলে জানা গেছে ।

প্রসঙ্গত, 2004 সালে পাকিস্তান-সহ SAARC গোষ্ঠীভুক্ত সমস্ত দেশগুলি কাঠমান্ডুতে সমবেত হয়েছিল এশিয়ায় বাল্যবিবাহ বন্ধ করার জন্য । তারপরও পাকিস্তানের মাটিতে এই ধরনের ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলি ।

ABOUT THE AUTHOR

...view details