পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ফিলিপিন্সে গুলির লড়াই, নিহত কমপক্ষে 13 - খুন

গুলির লড়াইয়ে প্রাণ গেল অন্তত 13 জনের৷ নিহতদের মধ্য়ে একজন পুলিশ আধিকারিকও রয়েছেন৷ শনিবারের ঘটনায় চাঞ্চল্য় ছড়ায় ফিলিপিন্সের মাগুইনডানাও প্রদেশে৷

13 killed in Philippines shootout
ফিলিপিন্সে গুলির লড়াই, নিহত অন্তত 13

By

Published : Jan 23, 2021, 7:03 PM IST

ম্য়ানিলা, 23 জানুয়ারি: গুলির লড়াইয়ে প্রাণ গেল অন্তত 13 জনের৷ নিহতদের মধ্য়ে একজন পুলিশ আধিকারিকও রয়েছেন৷ শনিবারের ঘটনায় চাঞ্চল্য় ছড়ায় ফিলিপিন্সের মাগুইনডানাও প্রদেশে৷

সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে খবর, খুন ও ডাকাতির মামলায় পলাতক এক অভিযুক্তকে পাকড়াও করার সময়েই ঘটনাটি ঘটে৷ এদিন স্থানীয় সময় ভোর তিনটে নাগাদ সুলতান কুদরাত শহরে ওই অভিযুক্তের ডেরায় পৌঁছয় পুলিশ৷ গ্রেপ্তারি আটকাতে নিজের সশস্ত্র সাঙ্গোপাঙ্গোদের এগিয়ে দেয় ওই অভিযুক্ত৷ পুলিশকে লক্ষ্য় করে গুলি ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা৷ পালটা জবাব দেয় পুলিশও৷ গুলির লড়াই চলে প্রায় পাঁচ ঘণ্টা৷ ঘটনাস্থান থেকে ছ‘টি এম16 অ্য়াসল্ট রাইফেল, দু‘টি 0.45 ক্য়ালিবার পিস্তল, একটি বাড়িতে তৈরি 0.50 ক্য়ালিবার ব্য়ারেট স্নাইপার রাইফেল এবং একটি করে এম14 রাইফেল, লাইট অটোমেটিক রাইফেল এবং 0.22 ক্য়ালিবার রাইফেল উদ্ধার করে পুলিশ৷

ABOUT THE AUTHOR

...view details