ঢাকা, 19 ডিসেম্বর : মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশে। বাস ও ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থান বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি রেল-লেভেল ক্রসিং। দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আহত ছয়। ওই দেশের এক পুলিশ অফিসার একেএম আলমগির জাহান সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন। একটি সংবাদ সংস্থার দেওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনাটি সকাল সাতটা নাগাদ ঘটে।
ওই পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, যে ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে, সেটি মানুষ দ্বারা পরিচালিত। ট্রেনটি রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। তখনই ওই ক্রসিংয়ে যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।