স্যান্টা ফে, (আমেরিকা), 22 অক্টোবর : সিনেমার শ্যুটিং চলাকালীন বড়সড় দুর্ঘটনা ৷ অভিনেতার হাতে থাকা প্রপ গান থেকে ছোড়া গুলিতে মৃত্যু হল এক মহিলার ৷ আমেরিকার স্যান্টা ফে-র বাইরে নিউ মেক্সিকোতে শ্যুটিং চলছিল জনপ্রিয় মার্কিন অভিনেতা অ্যালেক বল্ডউইন প্রযোজিত 'রাস্ট' সিনেমার ৷ সেখানে অভিনেতার হাতে থাকা প্রপ গান থেকে গুলি বেরিয়ে মৃত্যু হয়েছে সেটে উপস্থিত মহিলা সিনেমাটোগ্রাফার হালিনা হাচিনসের (Halyna Hutchins) ৷ জখম হয়েছেন সিনেমার পরিচালক জোয়েল সুজা (Joel Souza) ৷ আকস্মিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ হলিউড অভিনেতা ৷ 'প্রপ গান' বিশেষ ধরনের বন্দুক, যা সিনেমায় ব্যবহৃত হয় ৷ এতে কোনও ক্ষতি হয় না এবং এটি ব্যবহারের নির্দিষ্ট নিয়মকানুন আছে ৷
স্যান্টা ফে-র কাউন্টি শেরিফের অফিস (Santa Fe County Sheriff) থেকে জানানো হয়েছে, নিউ মেক্সিকোর ওই মুভিসেটে অভিনেতা অ্যালেক বল্ডউইন প্রযোজিত এবং অভিনীত 'রাস্ট' (Rust) সিনেমার শুটিং চলছিল ৷ 2 জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে একটি বিবৃতিতে বলা হয়েছে, "শেরিফের অফিস নিশ্চিত করে জানাচ্ছে যে, রাস্ট-এর সেটে দু'জনকে গুলি করা হয়েছে ৷ 68 বছর বয়সী প্রযোজক ও অভিনেতা অ্যালেক বল্ডউইনের প্রপ ফায়ারআর্ম থেকে ছোড়া গুলিতে ফোটোগ্রাফি ডিরেক্টর হালিনা হাচিনস (42) মারা গিয়েছেন এবং পরিচালক জোয়েল সুজা জখম হয়েছেন ৷"