পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 15, 2020, 4:25 PM IST

Updated : Jun 15, 2020, 4:56 PM IST

ETV Bharat / international

গত 24 ঘণ্টায় কোরোনায় মৃতের হার কমল অ্যামেরিকায়

গত 24 ঘণ্টায় সবচেয়ে কম কোরোনায় মৃত্যু দেখল অ্যামেরিকায়। একদিনে 382 জনের মৃত্যু হয়েছে।

Lowest death troll in America
Lowest death troll in America

মেরিল্যান্ড(অ্যামেরিকা), 15 জুন : একদিনে কোরোনায় সবচেয়ে কম মৃত্যু দেখল অ্যামেরিকা। গত 24 ঘণ্টায় 382 জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃতের সংখ্যার নিরিখে যা সবচেয়ে কম। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, অ্যামেরিকায় এপ্রিলের মাঝামাঝি থেকে এখনও পর্যন্ত একদিনে কোরোনায় মৃতের সংখ্যা সবচেয়ে কম ছিল গত 24 ঘণ্টায়। এর আগে প্রতি 24 ঘণ্টায় অ্যামেরিকায় কোরোনায় মৃত্যু হয়েছে 900 থেকে 1 হাজার জনের। কিন্তু, গত 24 ঘণ্টায় যা এসে দাঁড়িয়েছে 382 জনে।

কোরোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা অ্যামেরিকার। প্রতি মুহুর্তে সেখানে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। সেদেশে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 20 লাখ 94 হাজার 69 জন। মৃত্যু হয়েছে মোট 1 লাখ 15 হাজার 732 জনের।

আক্রান্তের সংখ্যার নিরিখে অ্যামেরিকার পরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া। চতুর্থ স্থানে রয়েছে ভারত। দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 9 হাজার। এখনও পর্যন্ত বিশ্বে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 80 লাখ ছুঁইছুঁই। কোরোনায় মৃতের সংখ্যাও বাড়ছে দিনের পর দিন। বিশ্বে এপর্যন্ত মৃত্যু হয়েছে 8 লাখ 35 হাজার 177 জনের। অপরদিকে, কোরোনামুক্ত হওয়ার হারও খুব খারাপ নয়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বে কোরোনামুক্ত হয়েছেন 41 লাখ 4 হাজার 373 জন।

Last Updated : Jun 15, 2020, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details