পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

1.9 ট্রিলিয়ন ডলারের কোভিড প্যাকেজ নিয়ে বৈঠক বাইডেন প্রশাসনের - জো বাইডেন

প্রতিশ্রুতি রক্ষায় পিছপা নন আমেরিকার জো বাইডেন প্রশাসন। যত দ্রুত সম্ভব 1.9 ট্রিলিয়ন ডলারের কোরোনাভাইরাস ত্রাণ প্যাকেজ অনুমোদনের জন্য গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ আধিকারিকরা। ডেমোক্র্যাট ও রিপাবলিকান সেনেটরদের সঙ্গে হয় ভার্চুয়াল বৈঠক।

White House begins talks with lawmakers on COVID-relief
1.9 ট্রিলিয়ন ডলারের কোভিড প্যাকেজ নিয়ে বৈঠক বাইডেন প্রশাসনের

By

Published : Jan 25, 2021, 5:52 PM IST

ওয়াশিংটন, 25 জানুয়ারি : 1.9 ট্রিলিয়ন ডলারের কোরোনা ভাইরাস ত্রাণ প্যাকেজ নিয়ে সেনেটের রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের একটি দলের সঙ্গে আলোচনা শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ শীর্ষ আধিকারিকরা। কোভিড 19-এর কারণে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে এবং লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছে, তখন এই প্যাকেজ নিয়ে আর দেরি করতে চায় না বাইডেন প্রশাসন।

হোয়াইট হাউজ়ের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের অধিকর্তা ব্রায়ান ডিসে এবং সাদা বাড়ির অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় সেনেটরদের। প্রায় এক ঘণ্টা 15 মিনিট ধরে চলে এই বৈঠক। অনেকেই আশা করছেন যে, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রায়াল শুরুর আগেই এই ত্রাণ প্যাকেজে অনুমোদন দেওয়া হবে। আগামী দু'সপ্তাহের মধ্যেই শুরু হবে ট্রাম্পের ট্রায়াল। গোয়া ওয়াশিংটনেরই নজর এখন সে দিকেই।

সেনেটর অ্যাঙ্গাস কিং এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ''এখানে কোনও নেতিবাচক ভাবনা নেই, প্রতিশ্রুতি না-পূরণের কোনও প্রচেষ্টাও নেই। ইতিবাচক কিছু একটা করার চেষ্টা চলছে।'' কোভিড টিকা সরবরাহ ও কোরোনা পরীক্ষাতেই সর্বাধিক গুরুত্ব আরোপের উপর সবাই ঐক্যমত্য হয়েছে বলেও জানিয়েছেন কিং। প্যাকেজের আয়তন নিয়ে কিছু দ্বিধা রয়েছে। হোয়াইট হাউজ় কীভাবে 1.9 ট্রিলিয়ন ডলারের সংখ্যায় পৌঁছল তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে কোভিড পরিস্থিতিতে কিভাবে সর্বতোভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

আরও পড়ুন: ক্ষমতায় থাকাকালীন 30 হাজার 573 বার মিথ্য়ে বলেছেন ট্রাম্প!

এই বৈঠকে যোগ দেন হোয়াইট হাউজ়ের কোরোনা ভাইরাস রেসপন্স কো-অর্ডিনেটর জেফ জিয়েন্টস ও হোয়াইট হাউজ়ের লেজ়িসলেটিভ অ্যাফেয়ার্সের ডিরেক্টর লুইসা টেরেল। প্রেসিডেন্ট বাইডেন আগেই জানিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব কোরোনা প্যাকেজ অনুমোদনের উপরই আপাতত সর্বাধিক গুরুত্ব দেবে তাঁর প্রশাসন।

ABOUT THE AUTHOR

...view details