পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Bill Gates on Omicron: হয়ত করোনাকালের সবচেয়ে খারাপ সময়ে প্রবেশ করছি : বিল গেটস - বিল গেটসের ওমিক্রন বার্তা

আমরা হয়ত করোনাকালের সবচেয়ে খারাপ সময়ে (Worst Part Of Pandemic) প্রবেশ করতে চলেছি ৷ ওমিক্রন নিয়ে এমনই আশঙ্কা প্রকাশ করে মানুষকে সতর্ক (Bill Gates alerts public over Omicron) করলেন বিল গেটস (Bill Gates on Omicron)৷

we-could-be-entering-worst-part-of-pandemic-bill-gates-alerts-public-over-omicron
আমরা হয়তো অতিমারীর সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করছি : বিল গেটস

By

Published : Dec 22, 2021, 11:49 AM IST

ওয়াশিংটন, 22 ডিসেম্বর : আমরা করোনাকালের সবচেয়ে মারাত্মক সময়ে (Worst Part Of Pandemic) হয়ত প্রবেশ করতে চলেছি ৷ ওমিক্রন নিয়ে এমনই আশঙ্কার কথা শোনালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates on Omicron)৷ করোনার নয়া ভ্যারিয়েন্ট সম্পর্কে মানুষকে সতর্ক করতে পরের পর টুইট করলেন তিনি ৷ জানালেন যে, আগামী কয়েকদিনে তিনি ছুটি কাটানোর যে পরিকল্পনা করেছিলেন, ওমিক্রন (Bill Gates alerts public over Omicron) আবহে তা সব বাতিল করে দিয়েছেন ৷

তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অনেকেই ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন বিল গেটস (Bill Gates tweet)৷ সেই কারণেই তাঁর আশঙ্কা, "ঠিক যেই সময়টা মনে হচ্ছে যে জীবনটা আবার স্বাভাবিক পথে ফিরবে, তখনই আমরা হয়ত মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করব ৷ আমাদের সবার বাড়িতে হানা দেবে ওমিক্রন ৷ আমার ঘনিষ্ঠ বন্ধুরা ইতিমধ্যেই আক্রান্ত ৷ আমি আমার বেশিরভাগ ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করে দিয়েছি ৷"

ওমিক্রন সংক্রমণের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিলিয়নেয়ার লিখেছেন, "ইতিহাসের যে কোনও ভাইরাসের থেকে দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন ৷ খুব শিগগিরই বিশ্বের সব দেশে এটি দেখা দেবে ৷" ওমিক্রন সম্পর্কে আমাদের সীমিত জ্ঞানও যে যথেষ্ট চিন্তার, তাও মনে করিয়ে দিয়েছেন বিল গেটস ৷ তাঁর কথায়, "ওমিক্রন আপনাকে কতটা অসুস্থ করবে, সেটাই আমাদের অজানা ৷ এটা এতটাই সংক্রামক যে আমাদের দেখা সংক্রমণের হারকে এটি ছাপিয়ে যাবে ৷"

আরও পড়ুন:WHO Warning On Omicron: ওমিক্রনের বাড়-বাড়ন্তে বাড়ছে উদ্বেগ, বুস্টারে জোর হু-র

আমেরিকায় যখন সাংঘাতিক হারে ওমিক্রনের থাবা জাঁকিয়ে বসেছে, তখনই দেশবাসীকে সতর্ক করে এই বার্তা দিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ৷ আমেরিকায় (Omicron sweeps across US) গত এক সপ্তাহে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা 3 শতাংশ থেকে এক লাফে বেড়ে 73 শতাংশ হয়ে গিয়েছে ৷ এই অবস্থায় মাস্ক পরা, বাড়িতে বড় কোনও জমায়েত থেকে বিরত থাকা ও টিকাকরণে জোর দিয়েছেন বিল গেটস ৷ বাড়তি সুরক্ষার জন্য তাঁর মুখে শোনা গিয়েছে বুস্টার ডোজের কথা ৷

আরও পড়ুন:Omicron Surge : ওমিক্রন আনতে পারে তৃতীয় ঢেউ, রাজ্যগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ কেন্দ্রের

তবে সবশেষে আশার কথাও শুনিয়েছেন বিলিয়নেয়ার ৷ তাঁর আশা, "একটাই ভাল খবর যে, ওমিক্রন এত দ্রুত এগোচ্ছে যে এক সময়ে এটি দেশজুড়ে ডমিন্যান্ট হবে এবং 3 মাসেরও কম সময় এই ঢেউ টিকবে ৷ সারা জীবন এ ভাবে কাটবে না ৷ একদিন প্যানডেমিক শেষ হবে ৷ খুব শিগগিরই সেই দিন আসবে ৷"

আরও পড়ুন :Omicron dampens Christmas cheer: ওমিক্রন আতঙ্কে বিশ্বে ফিকে বড়দিনের আনন্দ ! ফের লকডাউন, ঘরেও বাধ্যতামূলক মাস্ক

ABOUT THE AUTHOR

...view details