পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

চিনা ভাইরাস ইউহানের ল্যাবরেটরি থেকেই এসেছে, করোনার উৎস প্রসঙ্গে ফের সরব ট্রাম্প - চিনা ভাইরাস

আমেরিকাসহ গোটা বিশ্বের এত মৃত্যুমিছিল ও ক্ষয়ক্ষতির জন্য চিনের উচিত 10 ট্রিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেওয়া । এমনটাই মত ডোনাল্ড ট্রাম্পের ।

Wuhan Lab Leak
ছবি

By

Published : Jun 4, 2021, 9:17 AM IST

Updated : Jun 4, 2021, 10:14 AM IST

ওয়াশিংটন, 4 জুন : করোনা ভাইরাসের উৎস নিয়ে ফের একবার সরব হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এক প্রেস বিবৃতিতে ট্রাম্প লিখেছেন, এখন তো আমার 'শত্রু'-ও (ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেন) একই কথা বলতে শুরু করেছেন । উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সময় থেকেই ট্রাম্প অতিমারির জন্য চিনকে দায়ি করে আসছিলেন । এই নিয়ে অনেক সমালোচনাও শুনতে হয়েছিল তাঁকে ।

এবার এক প্রেস বিবৃতিতে তিনি জানিয়েছেন, "এখন প্রত্যেকে, এমনকি আমার তথাকথিত শত্রুও বলতে শুরু করেছেন ট্রাম্প চিনা ভাইরাসের বিষয়ে ঠিকই বলেছিলেন এবং তা ইউহানের ল্যাবরেটরি থেকেই আসছে ।"

শুধু তাই নয়, আমেরিকাসহ গোটা বিশ্বের এত মৃত্যুমিছিল ও ক্ষয়ক্ষতির জন্য চিনের উচিত 10 ট্রিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেওয়া । এমনটাই মত ডোনাল্ড ট্রাম্পের ।

উল্লেখ্য কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন উএস ইন্টেলিজেন্স এজেন্সিকে করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন । কোভিড-19 ভাইরাস চিনের কোনও পশু থেকে ছড়িয়েছে নাকি ল্যাবরেটরির দুর্ঘটনা থেকে তা তদন্ত করে সেই রিপোর্ট 3 মাসের মধ্যে তাঁকে জানানের নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : করোনার উৎস নিয়ে 90 দিনের মধ্যে গোয়েন্দাদের রিপোর্ট তলব বাইডেনের

বাইডেনের কথায়, এজেন্সিগুলি এই মুহূর্তে কোভিড-19 ছড়িয়ে পড়ার উৎস নিয়ে দুই মতে বিভক্ত ৷ কারও ধারণা এটি ছড়িয়েছে চিনের কোনও পশুর থেকে ৷ আবার কারও মতে এটি চিনে ঘটা যাওয়া ল্যাবরেটরি দুর্ঘটনার কারণে ছড়িয়েছে ৷ চিনের ইউহানের বাজারের কোনও প্রাণী থেকে ছড়িয়েছে নাকি ওই শহরেরই কোনও সুরক্ষিত গবেষণা কেন্দ্র থেকে করোনা ছড়িয়েছে সেটাই তদন্ত করে দেখবেন মার্কিন গোয়েন্দারা ৷

Last Updated : Jun 4, 2021, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details