ওয়াশিংটন, 14 জুলাই : বন্ধ হয়ে যাচ্ছে 63 বছরের পুরনো ভয়েস অফ আমেরিকার (Voice of America) বাংলা রেডিয়ো স্টেশন ৷ যা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরার বাংলা ভাষার শ্রোতাদের জন্য সম্প্রচারিত হতো ৷ আগামী 17 জুলাই থেকে 63 বছরের পুরনো এই আন্তর্জাতিক বাংলা রেডিয়ো স্টেশন বন্ধ হয়ে যাবে ৷ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ভয়েস এফ আমেরিকা বা ভিওএ কর্তৃপক্ষের তরফে ৷ যেখানে শ্রোতার সংখ্যা 1 শতাংশের নিচে নেমে যাওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ভয়েস অফ আমেরিকা ৷ তবে, ভয়েস অফ আমেরিকার বাংলা টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়া পরিষেবা চালু থাকবে ৷ এই মাধ্যমগুলি ভিওএ’র 16 মিলিয়ন বাঙালি দর্শক প্রতি সপ্তাহে দেখেন ৷
ভিওএ’র অ্যাক্টিং প্রোগ্রামিং ডিরেক্টর জন লিপম্যান জানিয়েছেন, ‘‘1958 সালের জানুয়ারি মাসে যখন ভিওএ বাংলা শুরু হয়, তখন বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান নাম পরিচিত ছিল ৷ আরে সেটা তখন সেনা দ্বারা পরিচালিত অঞ্চল ছিল ৷ যেখানে টেলিভিশন চ্য়ানেল এবং বেসরকারি রেডিয়ো ছিল না ৷ আর সেখানকার বাংলাভাষী জনগণের কাছে সীমান্তবর্তী এলাকা থেকে ভিওএ’র শর্টওয়েভ রেডিয়ো ট্রান্সমিশনের মাধ্যমে নিরপেক্ষ সংবাদ ও তথ্য পৌঁছে দেওয়া হতো ৷’’
কিন্তু, বর্তমানে শর্টওয়েভ রেডিয়ো শ্রোতা সংখ্যার হার এক শতাংশের নিচে নেমে গেছে ৷ তার বদলে ভয়েস অফ আমেরিকার বাংলা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা গত কয়েক বছরে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ৷ গত কয়েক বছরে ভিওএ বাংলার টুইটারে ফলোয়ার সংখ্যার হার 54 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ সেখানে একই সময়ে ইনস্টাগ্রামে ভিডিয়ো দেখার হার 274 শতাংশ বেড়েছে ৷ আর ভিওএ বাংলার রেডিয়ো স্টেশনের শ্রোতার সংখ্যা কমে যাওয়ার পিছনে অন্যতম কারণ হিসেবে সংস্থার অ্যাক্টিং প্রোগ্রামিং ডিরেক্টর জানিয়েছেন, বর্তমানে বাংলা ভাষার দর্শক তথা শ্রোতাদের জন্য একাধিক টেলিভিশন এবং রেডিয়ো স্টেশন প্রতিযোগিতায় নেমে পড়েছে ৷