ওয়াশিংটন, 25 ডিসেম্বর : অ্যামেরিকা প্রস্তুত ৷ অ্যামেরিকা "খুব সফলভাবেই মোকাবিলা করবে" ৷ উত্তর কোরিয়াকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ৷ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের 'বড়দিনের উপহার' হিসেবে অ্যামেরিকাকে দেওয়া সতর্কবার্তার উত্তরে তাঁর এই মন্তব্য ৷ পাশাপাশি, এটি একটি "সুন্দর উপহার" হবে বলেও মনে করছেন ট্রাম্প ৷
মার-এ-লাগো রিসর্টে ট্রাম্প সাংবাদিকদের জানান, "আমাদের জন্য কী চমক অপেক্ষা করছে, তা আমরা খুঁজে বার করব এবং সফলভাবে তার ব্যবস্থা নেব ৷" যে কোনও ঘটনার জন্য অ্যামেরিকা প্রস্তুত, তা তাঁর কথাতেই পরিষ্কার ৷ বললেন, "আমরা দেখছি কী হবে ৷"
কিম জং উনের উপহার হিসেবে দেওয়া সতর্কবার্তাকে উল্লেখ করে তিনি বলেন, "হতে পারে এটি একটি ভালো উপহার ৷ হতে পারে তিনি উপহার হিসেবে আমাকে একটি সুন্দর ফুলদানি দিলেন ৷"
পারমাণবিক কর্মসূচির অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতির জন্য যে নীতি নেওয়া হয়েছিল তাতে পরিবর্তন আনতে চাইছে উত্তর কোরিয়া ৷ এর জন্য অ্যামেরিকাকে এক বছরের সময়সীমাও দিয়েছে তারা ৷ পিয়ংইয়ং ওয়াশিংটনকে সতর্ক করে "বড়দিনের উপহার" হিসেবে এক বছরের এই সময়সীমা দিয়েছে ৷ এ ছাড়াও অভিবাসন নীতি নিয়ে দুই রাষ্ট্রের মধ্যে তিক্ততা আরও বেড়েছে ৷ ফলে এই 'বড়দিনের উপহার'-এর কথা ঘোষণা করেন কিম জং উন ৷
কিম ও ট্রাম্প 2018-র জুনের পর থেকে তিন বার বৈঠকে মুখোমুখি হয়েছেন ৷ কিন্তু, তারপরও কোনও অগ্রগতি হয়নি ৷ পিয়ংইয়াংয়ের সরকারের দাবি, সবার আগে আন্তর্জাতিক অনুমোদনগুলির দিকে নজর দেওয়া উচিত ৷
গত সপ্তাহে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, পিয়ংইয়াংয়ের মানবাধিকার রেকর্ড নিয়ে ইশু তৈরির জন্য অ্যামেরিকাকে "ভালোরকমের মূল্য দিতে হবে ৷" ওয়াশিংটনের "বিদ্বেষপরায়ণ শব্দ" কোরীয় দ্বীপে আরও বেশি করে উত্তেজনা ছড়াচ্ছে ৷
উত্তর কোরিয়ার জন্য অ্যামেরিকার রাষ্ট্রদূত স্টিফেন বিগান গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও চিন সফরে গিয়েছিলেন ৷ তারপরই উত্তর কোরিয়ার কাছে আলোচনার জন্য সরাসরি আহ্বান জানানো হয় ৷ উত্তর কোরিয়া কয়েক মাসের মধ্যে শর্ট রেঞ্জের মিজ়াইলগুলির পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ৷