পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ক্যালিফোর্নিয়ার দাবানলে বেড়েছে কার্বন মনোক্সাইডের ঘনত্ব, উদ্বিগ্ন NASA - carbon monoxide concentration

যে উচ্চতায় এই পরিসংখ্যান পাওয়া গেছে, আমাদের শ্বাসপ্রক্রিয়ায় সেখানের কার্বন মনোক্সাইডের বিশেষ প্রভাব পড়ে না । তবে, খুব জোরে হাওয়া দিলে সেই কার্বন মনোক্সাইড নীচের দিকে নেমে আসার সম্ভাবনা থেকে যায় । এমনটা হলে বাতাসের গুণগত মান খারাপ হবে ও জলবায়ু পরিবর্তনও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ NASA-র ।

California wildfire
প্রতীকী ছবি

By

Published : Sep 15, 2020, 10:27 PM IST

ওয়াশিংটন, 15 সেপ্টেম্বর : অ্যামেরিকার পশ্চিম উপকূলীয় এলাকায় যে দাবানল হয়েছে, তার কারণে বায়ুমণ্ডলে কার্বন মনোক্সাইডের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে । NASA-র তরফে এমনটাই জানানো হয়েছে । স্বাভাবিকের তুলনায় কমপক্ষে সাত গুণ বেড়েছে কার্বন মনোক্সাইডের ঘনত্ব ।

NASA-র অ্যাকোয়া স্যাটেলাইটের অ্যাটমোস্ফেরিক ইনফ্রারেড সাউন্ডারের মাধ্যমে পাওয়া তথ্য অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে । এই অ্যাটমোস্ফেরিক ইনফ্রারেড সাউন্ডারে ক্যালিফোর্নিয়ার দাবানলের ধোঁয়া ধরা পড়েছে । NASA-র থেকে যে অ্যানিমেশনটি প্রকাশ করা হয়েছে, তাতে 6 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর মাঝে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার উঁচ্চতা পর্যন্ত তিন দিনের গড় প্রকাশ করা হয়েছে ।

সেখানে কিছু কিছু এলাকাকে লাল ও কমলা কালিতে চিহ্নিত করা হয়েছে । সেই এলাকাগুলিতে ঘনত্বের বিচারে কার্বন মনোক্সাইড রয়েছে 350 পার্টস পার বিলিয়ন (PPBV), যা কিনা অত্যাধিক বেশি ।

আরও পড়ুন :লস অ্যাঞ্জেলসে দাবানলে ভস্মীভূত বাড়িঘর, ঘরছাড়া 1500-র বেশি মানুষ

কিছু কিছু এলাকাকে সবুজ ও হলুদ কালিতে চিহ্নিত করা হয়েছে । সেইসব এলাকায় কার্বন মনোক্সাইডের ঘনত্ব 30 পার্টলস পার বিলিয়ন থেকে 50 পার্টস পার বিলিয়নের মধ্যে ।

NASA-র থেকে জানানো হয়েছে, যে উচ্চতায় এই পরিসংখ্যান পাওয়া গেছে, আমাদের শ্বাসপ্রক্রিয়ায় সেখানের কার্বন মনোক্সাইডের বিশেষ প্রভাব পড়ে না । তবে, খুব জোরে হাওয়া দিলে সেই কার্বন মনোক্সাইড নীচের দিকে নেমে আসার সম্ভাবনা থেকে যায় । এমনটা হলে বাতাসের গুণগত মান খারাপ হবে ও জলবায়ু পরিবর্তনও ঘটতে পারে ।

প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার প্রায় 12 হাজার 950 বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস হয়ে গেছে দাবানলের কারণে । কমপক্ষে 24 জন মানুষ প্রাণ হারিয়েছেন এই দাবানলে ।

আরও পড়ুন :দাবানলের গ্রাসে দক্ষিণ অস্ট্রেলিয়ায় মৃত 48 কোটি পশু

ABOUT THE AUTHOR

...view details