ওয়াশিংটন, 26 সেপ্টেম্বর : জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন শরীরে দৃঢ় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে । এই প্রতিরোধ ক্ষমতা কোরোনা ভাইরাসকে রুখে দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে । একটিমাত্র ডোজ়েই মানব শরীরে প্রতিরোধ প্রতিক্রিয়া বাড়ছে । তবে এটি পরীক্ষামূলক প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে নয়। একটি মেডিকেল ওয়েবসাইটের রিপোর্টে এমন তথ্য প্রকাশ করা হয়েছে ।
অ্যামেরিকার ওষুধ এবং চিকিৎসা সামগ্রী প্রস্তুতকারী সংস্থা জনসন অ্যান্ড জনসন । কোরোনা ভ্যাকসিন তৈরির দৌড়ে অন্যতম প্রতিযোগীও । অ্যামেরিকার চতুর্থ সংস্থা হিসেবে জনসন এবং জনসন ক্লিনিকাল ট্রায়ালে পৌঁছাতে চলেছে।