ওয়াশিংটন, 8 এপ্রিল : হাইড্রোক্সিক্লোরোকুইন প্রসঙ্গে ভারতের প্রতি কাল যে বার্তা দিয়েছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট, বিদেশমন্ত্রক থেকে ওষুধ সরবরাহ করার কথা ঘোষণার পরেই তা পুরোপুরি বদলে গেল । বিশ্বজুড়ে বাড়তে থাকা কোরোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের অবদানের ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প । হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ নিয়ে দিল্লি যা সিদ্ধান্ত নিয়েছে, তারও সমর্থন করেন তিনি ।
স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, "29 মিলিয়নের বেশি ওষুধ কিনেছি । আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি । ওষুধের একটা বড় অংশ ভারত থেকে আসবে । ভারত প্রথমে ওই ওষুধগুলি নিজেদের রোগীদের জন্য রাখতে চেয়েছিল । কিন্তু ভারত এখন যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তা সমর্থন করি ।"