ওয়াশিংটন, 17 ডিসেম্বর : ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন খোদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ বৃহস্পতিবার এ নিয়ে দেশবাসীকে আগাম সতর্ক বার্তা দিলেন তিনি (US President Joe Biden warns Americans of Omicron variant) ৷
আমেরিকার এই শীতটাও সাংঘাতিক অসুস্থতা আর মৃত্যুর হতে পারে (winter of severe illness and death), যদি ভ্যাকসিন না নেওয়া থাকে, আশঙ্কা প্রকাশ করেন জো বাইডেন ৷ উচ্চ স্বাস্থ্য পরামর্শদাতাদের সঙ্গে একটি বৈঠকে দেশে করোনাভাইরাস সংক্রমণের হালহকিকত জেনে, তিনি দেশবাসীকে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন ৷
বাইডেন বলেন, "আমেরিকাবাসীকে আমি সোজাসুজি বলতে চাই, যে ধরনের পদক্ষেপ আমরা করেছি, তাতে যত দ্রুত ওমিক্রন ছড়ানোর সম্ভাবনা ছিল, তা হয়নি ৷ যেমনটা এখন ইউরোপে হচ্ছে ৷ কিন্তু এখন এখানেও চলে এসেছে আর ছড়িয়ে পড়ছে ৷ এবার এই সংক্রমণের সংখ্যা বাড়তে চলেছে ৷"
আরও পড়ুন : Omicron : ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা 70 গুণ বেশি হলেও দাপট কম
আর যাঁরা এখনও ভ্যাকসিন নেননি, তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, "মনে হচ্ছে, একটা ভয়ানক অসুস্থতাময় আর মৃত্যুর শীত আসছে ৷ যদি আপনি এখনও ভ্যাকসিন না নিয়ে থাকেন ৷ আপনি, আপনার পরিবার আর হাসপাতালগুলোও খুব শিগগিরি সেটা বুঝতে পারবে ৷"
নতুন ভ্যারিয়্যান্ট রুখতে বুস্টার ডোজের উপর জোর দেন প্রেসিডেন্ট ৷ তিনি বলেন, "প্রায় 6 কোটি মানুষের মধ্যে যদি একজনও সংক্রামিত হয়ে যান ৷ তাই, যান আজই আপনার বুস্টার ডোজ নিয়ে নিন ৷ যদি আপনি ভ্যাকসিনের দুটো ডোজও নিয়ে থাকেন, তাও বুস্টার ডোজ নিয়ে নিন ৷ আর যদি এখনও ভ্যাকসিনের একটা ডোজও না নিয়ে থাকেন, তাহলে এখুনি গিয়ে প্রথম ডোজটা নিয়ে নিন ৷ এটাই যথার্থ সময় ৷ সময় চলে যাচ্ছে ৷"
একটি টুইটে বাইডেন লেখেন, "আপনি ভ্যাকসিন নিয়েছেন, তাও নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ৷ তাহলে বুস্টার নিয়ে নিন ৷ আর যদি আপনি ভ্যাকসিন না নিয়ে থাকেন, তাহলে আপনার প্রথম ডোজটা নিয়ে নিন ৷ আমরা একসঙ্গে ওমিক্রন ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে লড়াই করব ৷"