ওয়াশিংটন, 4 ডিসেম্বর : এবার অ্যামেরিকাবাসীকে বিনামূল্যে কোরোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন । গতকাল টুইট করে ডেমোক্র্যাট নেতা জানান, "একবার ভ্যাকসিন প্রস্তুত এবং অনুমোদন পেয়ে গেলে কমলা হ্যারিস এবং আমি নিশ্চিত করছি, প্রত্যেক অ্যামেরিকানকে উপযুক্ত দক্ষতার সঙ্গে এবং বিনামূল্যে তা বিতরণ করা হবে ।"
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় অ্যামেরিকায় নতুন করে 2 লাখ 10 হাজারের বেশি কোরোনায় আক্রান্ত হয়েছে ।
এর আগে বাইডেন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্টনি ফওকি-কে তাঁর প্রশাসনে যোগদানের জন্য এবং কোরোনা প্যানডেমিকের বিরুদ্ধে তাঁর টিমকে নেতৃত্ব দেওয়ার জন্য বলেন । বাইডেন বলেন, তিনি এর আগে ফওকির সঙ্গে দেখা করে তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজ়েস-এর ডিরেক্টর পদে এবং কোরোনা ভাইরাস রেসপন্স টিমের প্রধান মেডিকেল উপদেষ্টা হিসেবে কাজ করতে বলেছেন ।
ফওকি এবং বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরোনা মোকাবিলার জন্য তাঁদের পদ্ধতির বিষয়ে প্রকাশ্যে সংঘাতে জড়িয়ে পড়েন । অক্টোবরে ফওকি বলেছিলেন, কোরোনা মোকাবিলার জন্য জনস্বাস্থ্য চর্চায় আমূল পরিবর্তন দরকার ।