পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মোদিকে 'ভারতপিতা' সম্বোধন ট্রাম্পের - politics

নরেন্দ্র মোদি আসলে ভারতপিতা ৷ এমনটাই মন্তব্য করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

মোদিকে 'ভারতপিতা' সম্বোধন ট্রাম্পের

By

Published : Sep 25, 2019, 3:56 AM IST

নিউ ইয়র্ক , 25 সেপ্টেম্বর : বাবা যেমন সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখেন ৷ তেমনটাই ভূমিকা পালন করে চলেছেন নরেন্দ্র মোদি ৷ ভারতের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি ৷ বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করার মতোই ৷ তাই নরেন্দ্র মোদি আসলে ভারতপিতা ৷ এমনটাই মন্তব্য করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

ট্রাম্পের কথায়, মোদি একজন প্রকৃত ভদ্রলোক ৷ একজন মহান নেতা ৷ ভারতের অবস্থা আগে যেমন ছিল, তার থেকে অনেক উন্নত ৷ আর এর জন্য পুরো কৃতিত্ব নরেন্দ্র মোদিকেই দিলেন ট্রাম্প ৷ ট্রাম্প মোদিকে শুধু 'ফাদার অফ ইন্ডিয়া' বলেই থামেননি এদিন ৷ মোদির আচরণ ও মেজাজের জন্য রকস্টারের সঙ্গেও তুলনা করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷

ট্রাম্প-মোদি দ্বিপাক্ষিক বৈঠক সারেন এদিন৷ বিদেশসচিব বিজয় গোখলে বলেন, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে জম্মু-কাশ্মীর ইশু নিয়ে গভীর আলোচনাও হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details