পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিক্ষোভের মাঝেই অ্যামেরিকার পোর্টল্যান্ডে গুলিবিদ্ধ হয়ে মৃত 1 - ফেডেরাল অফিসার

এই ঘটনার নিন্দা করেছেন জো বিডেন । এর জন্য সেখানকার মেয়রকে দায়ি করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

shot dead
shot dead

By

Published : Aug 31, 2020, 7:19 AM IST

Updated : Aug 31, 2020, 7:32 AM IST

ওরেগন, 31 অগাস্ট : অ্যামেরিকার ওরেগনে সংঘর্ষের পর শনিবার রাতে পোর্টল্যান্ডে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হল । মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি ।

ফেডেরাল অফিসাররা অবৈধভাবে বিক্ষোভকারীদের আটক রাখছে । এই খবর প্রকাশ্যে আসতেই অশান্তি শুরু হয়েছে পোর্টল্যান্ডে । ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন এই হিংসার নিন্দা করেছেন । অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কেও এর নিন্দা করতে বলে তিনি টুইটারে লেখেন, “পোর্টল্যান্ডে রাতারাতি যে মারাত্মক হিংসার ঘটনা ঘটেছে তা মেনে নেওয়া যায় না । অ্যামেরিকার শহরের রাস্তায় গুলি চলবে এটা মেনে নেওয়া যায় না । বাম বা ডানপন্থী- যে-ই হোক না কেন প্রতিটি হিংসার নিন্দা করি ।”

এদিকে ট্রাম্প পোর্টল্যান্ডের উদ্বেগজনক পরিস্থিতির জন্য পোর্টল্যান্ডের টেড হুইলারের ডেমোক্র্যাট মেয়রকে দোষ দিয়েছেন । টুইটারে তিনি লেখেন, "আমাদের মহান দেশের অন্যান্য শহর এবং অংশের মতো পোর্টল্যান্ডের মানুষও আইনশৃঙ্খলা চায় । পোর্টল্যান্ডের বর্তমান ডামি চালকের মতো উগ্র বাম ডেমোক্র্যাট মেয়ররা বা ঠিক এখন তার বেসমেন্টে থাকা লোকটি অপরাধের বিরুদ্ধে কথা বলতে রাজি নন । কিন্তু, বেশিদিন এটা চলবে না !" তিনি আরও লেখেন, "টেড হুইলার অসচেতন বাম উগ্রপন্থী । কিছুই করতে পারেন না তিনি । পোর্টল্যান্ডের ডেমোক্র্যাট মেয়র যিনি তাঁর আমলে মহানগরীর মৃত্যু ও ধ্বংসযজ্ঞ দেখেছেন, মনে করেন এই অনাচার পরিস্থিতি সবসময় চলতে থাকবে । ভুল! পোর্টল্যান্ডে কোনও মেয়রের জন্য এই অবস্থা চলতে থাকতে পারে না ।"

Last Updated : Aug 31, 2020, 7:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details