পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষায় পার্টি কোরোনা আক্রান্তের, মৃত্যু এক যোগদানকারীর - কোরোনা ভাইরাস

অ্যামেরিকায় এক ব্যক্তি সম্প্রতি কোরোনায় আক্রান্ত হওয়ায় নিজের ও বন্ধু-বান্ধবদের রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করতে আয়োজন করেছিলেন কোভিড-19 পার্টির ৷ সেই পার্টিতে যোগদানকারী এক ব্যক্তির মৃত্যু হল ৷

COVID-19 Party
COVID-19 Party

By

Published : Jul 13, 2020, 7:49 PM IST

নিউইয়র্ক, 13 জুলাই : ‘কোভিড-19 পার্টি’ ! কোরোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার জন্য নয়, বরং কোরোনায় আক্রান্ত হওয়ার আনন্দেই অ্যামেরিকাতে দেওয়া হচ্ছে পার্টি ৷ এমনই এক পার্টির আয়োজন করেছিলেন কোরোনায় আক্রান্ত এক ব্যক্তি ৷ সেই পার্টিতে যোগও দিয়েছিলেন অনেকে ৷ যাঁরা মনে করেন কোরোনা ভাইরাস ‘ভুয়ো’ ৷

30 বছর বয়সি টেক্সাসের এক বাসিন্দাও কোরোনায় আক্রান্ত ওই ব্যক্তির আয়োজিত পার্টিতে গিয়েছিলেন ৷ কিছুদিন পরেই তিনি নিজেও কোরোনায় আক্রান্ত হন ৷ গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভরতি হলে চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার বহু প্রচেষ্টা করেন ৷ তবে তাকে বাঁচানো যায়নি ৷ কোরোনা পার্টির ঘটনাতে হতবাক স্বাস্থ্যকর্মীরা, কারণ সমগ্র বিশ্বে আক্রান্তের নিরিখে শীর্ষস্থানে রয়েছে অ্যামেরিকাই ৷

ঘটনার প্রতিক্রিয়ায় সান অ্যান্তোনিওর মেথডোলজিস্ট হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেন অ্যাপেলবাই বলেন, ‘‘অ্যামেরিকাতে এখনও পর্যন্ত মোট 1 লাখ 35 হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ এরপরও ওই ব্যক্তি ভেবেছিলেন যে ভাইরাস সংক্রমণের বিষয়টি হয়ত ভুয়ো ৷’’

তিনি অ্যামেরিকার একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কোরোনা পার্টি সম্পর্কে বলেন, ‘‘কেউ কোরোনায় আক্রান্ত হলে তিনি পার্টির আয়োজন করছেন এবং বন্ধুদের সেই পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছেন ৷ তারা মূলত পরখ করে দেখতে চাইছেন যে এই রোগকে তারা হারাতে পারেন কি না ৷’’

মৃত ওই ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, ‘‘ওই ব্যক্তি ভেবেছিলেন যে এই রোগটি হয়ত ভুয়ো ৷ বয়স কম হওয়ায় তিনি কোরোনায় আক্রান্ত হবেন না ৷ তবে পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি নার্সকে বলেছিলেন, আমার মনে হয় আমি একটি বড় ভুল করে ফেলেছি ৷’’

কমবয়সি ব্যক্তিদের মধ্যে কোরোনা ভাইরাসের উপসর্গের আলোচনায় তিনি বলেন, ‘‘কম বয়সি ব্যক্তি, যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের বাইরে থেকে দেখে অসুস্থ বলে মনে হয় না ৷ তবে তাঁদের দেহে অক্সিজেনের মাত্রা ও নমুনা ল্যাবে পরীক্ষা করলেই দেখা যায় আদতে তাঁরা অনেকটাই বেশি অসুস্থ ৷’’ তিনি সকলকে অনুরোধ করেন কোরোনা ভাইরাসকে হালকাভাবে বিবেচনা না করে, যেন এই বিষয়ে গুরুত্ব দেন ও সাবধানতা অবলম্বন করেন ৷

কোরোনা ভাইরাস নিয়ে অ্যামেরিকাবাসী প্রথম থেকেই নানা অদ্ভুত দাবি করেছিলেন ৷ কেউ বলেছিলেন, কোরোনা ভাইরাস ভুয়ো, কেউ বলেছিলেন মাস্ক পরার অর্থ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা ৷ এমনকী অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মাস্ক পরার বিষয়টি সরাসরি সমর্থন করেননি ৷ তবে সম্প্রতি তাঁকেও সেনা হাসপাতালে পরিদর্শনে মাস্ক পরে থাকতে দেখা যায় ৷

ABOUT THE AUTHOR

...view details