পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার

সিডিসি বা সেন্টার ফর ডিজ়িজ একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জনসন অ্য়ান্ড জনসনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ৷ কেউ ওই সংস্থার ভ্যাকসিন দিতে বা নিতে চাইলে, কোনও রকম বাধা থাকবে না ৷ প্রসঙ্গত, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের ট্রায়ালে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছিল ৷

us-lifts-ban-on-johnson-and-johnson-made-corona-vaccine
জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার

By

Published : Apr 24, 2021, 3:29 PM IST

নয়াদিল্লি, 24 এপ্রিল : জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনার ভ্য়াকসিনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকা ৷ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্টার ফর ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ কিন্তু, আজ আমেরিকার তরফে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে ৷ তবে, ভ্যাকসিনের সিঙ্গল ডোজ় দেওার অনুমতি দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ৷

সিডিসি বা সেন্টার ফর ডিজ়িজ একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জনসন অ্য়ান্ড জনসনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ৷ কেউ ওই সংস্থার ভ্যাকসিন দিতে বা নিতে চাইলে, কোনও রকম বাধা থাকবে না ৷ প্রসঙ্গত, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের ট্রায়ালে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছিল ৷ সেই কারণে মার্কিন ওই সংস্থার ভ্যাকসিনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ যেখানে 6 বিরল এবং গুরুতর ধরনের রক্তে জমাট বাঁধার ঘটনা সামনে আসে ৷ পরবর্তী সময়ে আরও 15টি রক্ত জমাট বাঁধার ঘটনা প্রকাশ্যে আনে মার্কিন প্রশাসন ৷

আরও পড়ুন : কেন্দ্র 150 টাকায় ভ্যাকসিন কিনে বিনামূল্যে দেবে রাজ্যগুলিকে : স্বাস্থ্য মন্ত্রক

প্রায় 80 লক্ষ মানুষকে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন দেওয়া হয়েছিল ট্রায়ালে ৷ তাঁর মধ্যে 3 জনের মৃত্যু হয় ও 7 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে ওই ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধার সমস্যা সামান্য হলেও রয়ে গিয়েছে ৷ সেটা সামলে নেওয়া যাবে বলে জানিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ৷ তবে এই ভ্যাকসিন কেউ নেবেন কি না, তা সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত ৷

ABOUT THE AUTHOR

...view details