পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার - করোনার ভ্য়াকসিন

সিডিসি বা সেন্টার ফর ডিজ়িজ একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জনসন অ্য়ান্ড জনসনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ৷ কেউ ওই সংস্থার ভ্যাকসিন দিতে বা নিতে চাইলে, কোনও রকম বাধা থাকবে না ৷ প্রসঙ্গত, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের ট্রায়ালে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছিল ৷

us-lifts-ban-on-johnson-and-johnson-made-corona-vaccine
জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার

By

Published : Apr 24, 2021, 3:29 PM IST

নয়াদিল্লি, 24 এপ্রিল : জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনার ভ্য়াকসিনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকা ৷ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্টার ফর ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ কিন্তু, আজ আমেরিকার তরফে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে ৷ তবে, ভ্যাকসিনের সিঙ্গল ডোজ় দেওার অনুমতি দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ৷

সিডিসি বা সেন্টার ফর ডিজ়িজ একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জনসন অ্য়ান্ড জনসনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ৷ কেউ ওই সংস্থার ভ্যাকসিন দিতে বা নিতে চাইলে, কোনও রকম বাধা থাকবে না ৷ প্রসঙ্গত, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের ট্রায়ালে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছিল ৷ সেই কারণে মার্কিন ওই সংস্থার ভ্যাকসিনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ যেখানে 6 বিরল এবং গুরুতর ধরনের রক্তে জমাট বাঁধার ঘটনা সামনে আসে ৷ পরবর্তী সময়ে আরও 15টি রক্ত জমাট বাঁধার ঘটনা প্রকাশ্যে আনে মার্কিন প্রশাসন ৷

আরও পড়ুন : কেন্দ্র 150 টাকায় ভ্যাকসিন কিনে বিনামূল্যে দেবে রাজ্যগুলিকে : স্বাস্থ্য মন্ত্রক

প্রায় 80 লক্ষ মানুষকে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন দেওয়া হয়েছিল ট্রায়ালে ৷ তাঁর মধ্যে 3 জনের মৃত্যু হয় ও 7 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে ওই ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধার সমস্যা সামান্য হলেও রয়ে গিয়েছে ৷ সেটা সামলে নেওয়া যাবে বলে জানিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ৷ তবে এই ভ্যাকসিন কেউ নেবেন কি না, তা সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত ৷

ABOUT THE AUTHOR

...view details