পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghanistan : তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো নয় : হোয়াইট হাউস - হোয়াইট হাউস

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি (Jen Psaki) জানিয়েছেন, আফগানিস্তানে নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে না যুক্তরাষ্ট্র সরকার । তিনি আরও বলেন, "এটি একটি তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা যার মধ্যে চারজন তালিবান যোদ্ধা রয়েছেন, যাঁরা কারাবন্দিও হয়েছেন ৷"

তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো নয় : হোয়াইট হাউস
তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো নয় : হোয়াইট হাউস

By

Published : Sep 9, 2021, 11:27 AM IST

ওয়াশিংটন ডিসি, 9 সেপ্টেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে না ৷ হোয়াইট হাউসের তরফে একথা জানালেন প্রেস সেক্রেটারি জেন ​​সাকি (Jen Psaki) ৷ পাশাপাশি তিনি জানান, আফগানিস্তানে আটকে পড়া আমেরিকান নাগরিকদের সেখান থেকে বের করে আনার জন্যও তালিবানের সঙ্গে আলোচনা চালাচ্ছে হোয়াইট হাউস । সাংবাদিক সম্মেলনে প্রেস সেক্রেটারি স্পষ্ট বলেন, "রাষ্ট্রপতি-সহ মার্কিন সরকারের কেউ-ই এটা মনে করেন না যে তালিবান আন্তর্জাতিক কমিউনিটির এক সম্মানিত এবং মূল্যবান সদস্য । এই সম্মান তারা (তালিবান) উপার্জন করতে পারেনি ৷ তাদের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভায় চারজন তালিবান যোদ্ধা ছিলেন এবং কারাবন্দি-ও থেকেছেন ৷"

সাকি জানান, মার্কিন সরকার তালিবানের নবগঠিত অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি জানাচ্ছে না ৷ এতে কোনও তাড়াহুড়োও নেই ৷ তালিবানের এই স্বীকৃতি আদায় করতে গেলে অনেক কিছু করতে হবে ৷ জেন বলেন, "এখন আমরা তালিবানের সঙ্গে কথা চালাচ্ছি, কারণ আফগানিস্তানে এখনও অনেক আমেরিকান আটকে রয়েছেন ৷ তাঁদের দেশে ফেরানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে ৷ দেশের মানুষকে দেশে ফেরাতে আমাদের এটা করতেই হবে ৷"

প্রেস সেক্রেটারি বলেন, "তালিবান সরকারের নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী একজন হাকানি জঙ্গি ৷ একটি বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এবং ওয়ান্টেড সিরাজুদ্দিন হাকানি (Sirajuddin Haqqani) ৷ সেই বিস্ফোরণে একজন আমেরিকান নাগরিক-ও মারা গিয়েছেন ৷ এছাড়াও মার্কিন ট্রুপের উপর হামলাতেও তিনি জড়িত বলে অনুমান আমাদের ৷ আমাদের তরফে তাঁর মাতার দাম হিসাবে 10 মিলিয়ন ডলার ধার্য করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে আমরা কি তাদের সঙ্গে কথা চালাব না ? আমরা তা না করে পারব না ৷ কারণ সেদেশে এখনও অনেক আমেরিকান নাগরিক আটকে রয়েছেন ৷"

আর্ন্তজাতিক কমিউনিটি সমস্তটা লক্ষ্য করছেন বলেও জানান জেন ​​সাকি ৷ বলেন, "আমেরিকাও পরিস্থিতির উপরে লজর রাখছে ৷ আফগানিস্তান থেকে যাঁরা বেরিয়ে আসতে চাইছেন, তাঁদের তারা দেশ ছাড়তে দেয় কিনা বা মহিলারদের সঙ্গে তারা কেমন ব্যবহার করছে বা তাদের সামগ্রিক আচরণ- সবই নজরে রয়েছে আমাদের ৷ এই সমস্ত কিছুর কথা মাথায় রেখেই আমরা এখনই তালিবান সরকারকে স্বীকৃতি দিচ্ছি না ৷"

আরও পড়ুন : Afghanistan : তালিবানের সঙ্গে সমস্যা মিটিয়ে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন

ABOUT THE AUTHOR

...view details