ওয়াশিংটন ডিসি, 9 সেপ্টেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে না ৷ হোয়াইট হাউসের তরফে একথা জানালেন প্রেস সেক্রেটারি জেন সাকি (Jen Psaki) ৷ পাশাপাশি তিনি জানান, আফগানিস্তানে আটকে পড়া আমেরিকান নাগরিকদের সেখান থেকে বের করে আনার জন্যও তালিবানের সঙ্গে আলোচনা চালাচ্ছে হোয়াইট হাউস । সাংবাদিক সম্মেলনে প্রেস সেক্রেটারি স্পষ্ট বলেন, "রাষ্ট্রপতি-সহ মার্কিন সরকারের কেউ-ই এটা মনে করেন না যে তালিবান আন্তর্জাতিক কমিউনিটির এক সম্মানিত এবং মূল্যবান সদস্য । এই সম্মান তারা (তালিবান) উপার্জন করতে পারেনি ৷ তাদের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভায় চারজন তালিবান যোদ্ধা ছিলেন এবং কারাবন্দি-ও থেকেছেন ৷"
সাকি জানান, মার্কিন সরকার তালিবানের নবগঠিত অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি জানাচ্ছে না ৷ এতে কোনও তাড়াহুড়োও নেই ৷ তালিবানের এই স্বীকৃতি আদায় করতে গেলে অনেক কিছু করতে হবে ৷ জেন বলেন, "এখন আমরা তালিবানের সঙ্গে কথা চালাচ্ছি, কারণ আফগানিস্তানে এখনও অনেক আমেরিকান আটকে রয়েছেন ৷ তাঁদের দেশে ফেরানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে ৷ দেশের মানুষকে দেশে ফেরাতে আমাদের এটা করতেই হবে ৷"