পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কিম জংয়ের কোনও খোঁজ আমাদের কাছে নেই : পম্পেও - ডোনাল্ড ট্রাম্প

উত্তর কোরিয়ার কোরোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মাইক পম্পেও । উত্তর কোরিয়া যদিও বলছে সেদেশে এখনও কোরোনার সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি । কিন্তু পম্পেওয়ের সন্দেহ, উত্তর কোরিয়া তথ্য গোপন করছে ।

Kim Jong-un
কিম জং

By

Published : Apr 30, 2020, 4:00 PM IST

ওয়াশিংটন, 30 এপ্রিল : "কিম জং কোথায় আছেন তা আমাদের জানা নেই । আমরা উত্তর কোরিয়ার পরিস্থিতির দিকে নজর রাখছি ।" কিম জংয়ের শারীরিক অবস্থার অবনতি নিয়ে কয়েকদিন ধরে যে খবর ছড়িয়েছিল, সেই প্রসঙ্গে আজ একথা বললেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও ।

কিম জংয়ের শারীরিক অবস্থা নিয়ে জল্পনার শুরু হয়েছিল 15 এপ্রিল থেকে । এই দিনটি কিম জংয়ের পিতামহ কিম ইল সাংয়ের জন্মদিবস, যিনি উত্তর কোরিয়া গঠন করেছিলেন । সেদেশের রাজনৈতিক ক্যালেন্ডারে সবথেকে গুরুত্বপূর্ণ দিন 15 এপ্রিল । কিন্তু সেদিন কোনওরকম অনুষ্ঠান পালন করা হয়নি । এমনকী দেখা যায়নি কিম জংকেও । আর এই নিয়েই শুরু হয়েছিল জল্পনা । কয়েকদিন আগেই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিম জংয়ের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন ।

এবার মাইক পম্পেও বললেন, " আমরা তাঁর কোনও খোঁজ পাইনি । তাঁর বিষয়ে জানানোর মতো কোনও তথ্য নেই আমাদের হাতে । আমরা নিরন্তর নজর রাখছি পরিস্থিতির দিকে । শুধুমাত্র কিম জং নন, গোটা উত্তর কোরিয়ার পরিস্থিতির দিকেই আমরা নজর রাখছি ।"

সাংবাদিক বৈঠকে পম্পেও উত্তর কোরিয়ার কোরোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন । উত্তর কোরিয়া যদিও বলছে সেদেশে এখনও কোরোনার কোনও সংক্রমণ ঘটেনি । কিন্তু পম্পেওয়ের সন্দেহ উত্তর কোরিয়া তথ্য গোপন করছে ।

কিম জংকে শেষবার দেখা গিয়েছিল 11 এপ্রিল । বর্তমান শাসক দলের পলিটবুরোর বৈঠক ছিল সেদিন । এরপর থেকেই আর জনসমক্ষে দেখা যায়নি কিম জংকে । তাঁর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, "কেউ জানে না, তিনি কোথায় আছেন ।" যদিও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের কূটনৈতিক উপদেষ্টা মুন চুঙ্গ-ইন জানিয়েছেন, কিম জং জীবিত আছেন এবং সুস্থ আছেন ।

ABOUT THE AUTHOR

...view details