কাবুল, 28 অগস্ট: কাবুল বিমানবন্দরে হামলার পরেই হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ড জো বাইডেন ৷ বলেছিলেন, এর মূল্য দিতে হবে ৷ সেই মতোই আফিগানিস্তানের আইএস ঘাঁটিতে প্রত্যাঘাত করল মার্কিন সেনা ৷ নানগড়হর প্রদেশের জঙ্গি ঘাঁটিতে ড্রোন হামলা চালান হল ৷ এই হামলায় কাবুল বিমানবন্দর হামলার মূলচক্রী মৃত্যু হয়েছে বলে মনে করছে পেন্টাগন ৷
আরও পড়ুন:Kabul Blast : কাবুল বিমানবন্দরে হামলার 24 ঘণ্টারও পর প্রতিক্রিয়া চিনের
এই ড্রোন হামলা নিয়ে মার্কিন সেনার ক্যাপ্টেন বিল আর্বান বলেছেন, "আফগানিস্তানের নানগড়হর প্রদেশে ড্রোন হামলা চালানো হয়েছে। মানবহীন এই অভিযানের প্রাথমিক ইঙ্গিতে মনে হচ্ছে মূল চক্রীর মৃত্যু হয়েছে। তবে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।"
আরও পড়ুন: US Evacuation From Afghanistan : ফের বিস্ফোরণের আশঙ্কার মধ্যে 12 ঘণ্টায় 4 হাজার জনকে উদ্ধার আমেরিকার
বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের কাছে দুটি আত্মঘাতী বিস্ফোরণে 169 জন আফগান নাগরিক ও 13 জন মার্কিন সেনার মৃত্যু হয় ৷ যার দায় নেয় আইসিস-কে জঙ্গি গোষ্ঠী ৷ যদিও এরপরেও অসংখ্য আফগান নাগরিক তালিবান শাসিত দেশ ছাড়ার চেষ্টা করছে ৷ ভিড় উপচে পড়ছে হামিদ কার্জাই বিমানবন্দরে ৷ মার্কিন গোয়েন্দা সূত্রে জানিয়েছে, ফের হামলা চালাতে পারে জঙ্গিরা ৷